আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আল-ফকিহ আল-হামাদানি ( ফার্সি: احمد بن محمد ابن الفقيه الهمذانی ) ছিলেন ১০ শতকের একজন ফার্সি [১] ইতিহাসবিদভূগোলবিদ, যিনি আরবি ভাষায় লেখা তাঁর মুখতাসারু কিতাবু বুলদানের (কন্সাইজ বুক অফ ল্যান্ডস) জন্য বিখ্যাত।

আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনুল ফকিহ আল-হামাদানি ইবনুল ফকিহ
পিতা-মাতামুহাম্মাদ ইবনুল ফকীহ
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগইসলামী স্বর্ণযুগ
প্রধান আগ্রহইসলামী ভূগোল
উল্লেখযোগ্য কাজমুখতাসার কিতাব আল-বুলদান ("কন্সাইজ বুক অফ ল্যান্ডস")

১৮৭০-এর দশকে ওলন্দাজ প্রাচ্যবিদ মাইকেল জান ডি গোয়েজে লুগডুনি-বাটাভে ( লেইডেন ) ব্রিল প্রকাশকদের দ্বারা প্রকাশিত বিবলিওথেকা জিওগ্রাফোরাম অ্যারাবিকোরাম নামে একটি আট খণ্ডের সিরিজে আরব ভূগোলবিদদের ভূগোল রচনার একটি নির্বাচন সম্পাদনা করেন। আল-হামাদানির মুখতাসার কিতাব আল-বুলদান এই সিরিজের ৫ম খণ্ডে প্রকাশিত হয়েছিল।

১৯৬৭ সালে দ্বিতীয় সংস্করণ দার সাদির (বৈরুত) এবং ইজে ব্রিল (লুগদুনি বাটাভোরুম) দ্বারা মুদ্রিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Donzel, E. J. van (১ জানুয়ারি ১৯৯৪)। Islamic Desk Reference। BRILL। পৃষ্ঠা 147আইএসবিএন 90-04-09738-4