ইফ ম্যাগাজিন
অস্ট্রেলীয় ম্যাগাজিন
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
ইফ ম্যাগাজিন (বর্তমানে "Inside Film" নামে পরিচিত) হলো অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একটি দ্বি-মাসিক ম্যাগাজিন। ম্যাগাজিনের ভাষা ইংরেজি। স্টিফেন জেনার এবং ডেভিড বারদা ১৯৯৭ সালে ম্যাগাজিনটি প্রকাশ করেন। তাদের মাধ্যমেই এর উন্নয়ন সাধিত হয়। এটি নিউজিল্যান্ডেও পাওয়া যায়। এই ম্যাগাজিনে ডিজিটাল মিডিয়ার প্রদর্শন, মার্কেটিং, প্রোডাকশন এবং বিভিন্ন খবর নিয়ে নিবন্ধ প্রকাশ করা হয়। বর্তমানে দ্যা ইন্টারমেডিয়া গ্রুপ এর মাধ্যমে এটি প্রকাশ করা হচ্ছে। দ্যা ইন্টারমেডিয়া গ্রুপ অস্ট্রেলিয়ার অনেক বাণিজ্যিক প্রকাশনা করে থাকে। পত্রিকার নির্বাহী কমিটিতে সম্পাদক হিসেবে আছেন প্রকাশক মার্ক কুবান ও এমিলি ব্লাখফোর্ড এবং Ashwin Ravi ম্যাগাজিনের ব্যাবসায়িক উন্নতি নিয়ে কাজ করেন।
সম্পাদক | এমিলি ব্লাখফোর্ড |
---|---|
বিভাগ | ব্যবসায়িক |
প্রকাশনা সময়-দূরত্ব | দ্বি-মাসিক |
প্রকাশক | মার্ক কুবান |
প্রতিষ্ঠার বছর | ১৯৯৭ |
কোম্পানি | দ্যা ইন্টারমেডিয়া গ্রুপ |
দেশ | অস্ট্রেলিয়া |
ভিত্তি | সিডনী |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | http://www.if.com.au |
বহিঃসংযোগ
সম্পাদনা- If Magazine at The Intermedia Group