ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম
ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম (অসমীয়া: ইন্দিৰা গান্ধী এথলেটিক ষ্টেডিয়াম) বা সরুসজাই স্টেডিয়াম নামেও পরিচিত [১] গুয়াহাটি শহরের একটি ফুটবল স্টেডিয়াম। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্স গেমসের জন্যও এই স্টেডিয়াম ব্যবহৃত হয়।
সরুসজাই স্টেডিয়াম | |
অবস্থান | গুয়াহাটি, ভারত |
---|---|
মালিক | অসম সরকার |
ধারণক্ষমতা | ২৩,৮৫০ |
উপরিভাগ | ঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক |
উদ্বোধন | ২০০৭ |
ভাড়াটে | |
ভারত জাতীয় ফুটবল দল(২০০৭-) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FIFA team visits Sarusajai stadium"। Assam Tribune। ১৯ ফেব্রুয়ারি ২০১৭। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬।