ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি

সংস্থা

ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি হল ভারতে রসায়ন বিজ্ঞানীদের এক অলাভজনক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক গবেষণা প্রতিষ্ঠান। [][] আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৯২৪ খ্রিষ্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এবং তিনি সংস্থাটির সভাপতি ছিলেন। [] ১৯২৪ খ্রিষ্টাব্দ হতেই সংস্থাটি তার "ত্রৈমাসিক জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি" প্রকাশ করতে শুরু করে (১৯২৪-১৯২৭)। বর্তমানে এটি জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি নামে পরিচিত। []

গঠিত১৯২৪
ধরনঅলাভজনক সংস্থা
সদরদপ্তরকলকাতা
অবস্থান
দাপ্তরিক ভাষা
ইংরাজী
President
অধ্যাপক জি ডি যাদব
ওয়েবসাইটhttp://indianchemicalsociety.com/

ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি - উত্তর শাখা

সম্পাদনা

সংস্থাটির বৈজ্ঞানিক উদ্দেশ্যটি দিকে আরও সফল করতে ও দক্ষতার সাথে পরিচালনা করতে, ২০২০ সালের ৩ রা মার্চ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি - উত্তর শাখা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে চালু করেছে। প্রফেসর ড। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ এপ্রিল ২০২১ তারিখে যতিন্দর কে রতন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ এপ্রিল ২০২১ তারিখে এবং ডাঃ শিবেন্দু রঞ্জন। যথাক্রমে সভাপতি এবং সহ-সভাপতি পদে বিক্রম জিত সিং ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০২০ তারিখে এবং ডাঃ নন্দিতা দাশগুপ্ত। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০২১ তারিখে যথাক্রমে সচিব ও যুগ্ম-সচিব হিসাবে আইসিএস-উত্তর শাখার পদাধিকারী হয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Indian Chemical Society (1924–1932)"। ১৯৩৪: 791। ডিওআই:10.1038/133791b0  
  2. "Indian Chemical Society"indianchemicalsociety.com। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৪ 
  3. Uma Dasgupta (২০১১)। Science and Modern India: An Institutional History, C. 1784-1947। Pearson Education India। পৃষ্ঠা 833। আইএসবিএন 9788131728185 
  4. Caroline Cooper (২০১০)। Organic Chemist's Desk Reference। CRC Press। পৃষ্ঠা 19। আইএসবিএন 978-1439811641