ইছামতি নদী বাংলাদেশের সুনামগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৮ কিলোমিটার।[১]

ইছামতি নদী (ইছামতি নদী (ছাতক))
দেশ বাংলাদেশ
অঞ্চল সিলেট বিভাগ
জেলা সুনামগঞ্জ জেলা
উৎস মেঘালয়
মোহনা পিয়াইন নদী
দৈর্ঘ্য ৮ কিলোমিটার (৫ মাইল)

প্রবাহ সম্পাদনা

ইছামতি নদীর উৎপত্তি পূর্ব খাসি পাহাড় জেলার খাহ্কান্গী এলাকার জংগল থেকে এবং নদীটি পিয়াইন নদীতে পতিত হয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।