ইউরোপিয়ান্স ক্রিকেট দল (সিলন)

ইউরোপিয়ান্স ক্রিকেট দল ছিল সিলন (বর্তমান শ্রীলঙ্কা) ভিত্তিক একটি ক্রিকেট দল এবং ঔপনিবেশিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। দলটি ১৯২৭ সালের জানুয়ারিতে সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাব-এর বিপক্ষে একটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড-এ অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়।[১][২]

একমাত্র ম্যাচ সম্পাদনা

ইউরোপিয়ান্স ১৫৪ ১৯৪/৪ ম্যাচ ড্র [২]

জর্জ নিল ৭৬
ইউয়ার্ট অ্যাস্টিল ৫/৫২ (২১.২ ওভার)

অ্যালিস্টায়ার ব্লেয়ার ৯৫*
পিটার একার্স্লে ২/৫৭ (৯.৪ ওভার)

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: ডব্লিউ.এস. ফ্লিন্ড্যালফ্র্যাঙ্ক ওন্দাৎজে

এমসিসি ৪১৯

বব ওয়াট ৭৬
এডওয়ার্ড ওয়েডলেক-লুইস ৫/৮৭ (২৩ ওভার)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "First-Class Matches played by Europeans (Ceylon)"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Europeans v Marylebone Cricket Club, 1926/27"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা