ইউনিভার্সাম (ভবন)
ইউনিভার্সাম সুইডেনের উমিয়া শহরে অবস্থিত উমিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। এটি অলা নোর্ডিকা অডিটোরিয়াম,[১] ছাত্র ইউনিয়নের অফিস, একটি খাবারঘর, একটি ক্যাফেটেরিয়া এবং পাঠ্যস্থান ধারণ করে। সরকারি সংস্থা আকাদেমিস্কা হাস এই ভবনটির মালিকানা লাভ করে।
ইউনিভার্সাম | |
---|---|
ইউনিভার্সাম | |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থান | উমিয়া, সুইডেন |
নির্মাণ শুরু | ১৯৭০ |
সম্পূর্ণ | ১৯৯৬-৯৭ |
১৯৭০ সালে ভবনটির প্রথম কাজ শেষ হয়েছিল। অডিটোরিয়ামের প্রসারণ আর্কিনোভা স্থাপত্যবিদ কর্তৃক সম্পাদিত হয় এবং ১৯৯৬-৯৭ সালের দিকে নির্মিত হয়।[২] ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ইউনিভার্সাম একটি বড় ধরনের সংস্কারের পর এটিকে আবারও পু্নরায় উদ্বোধন করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Webbsite for Aula Nordica"। ৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪।
- ↑ "Arkitekter's webbsite"। ৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪।