ইউট্রোকিয়াম ডুবিয়াম

উদ্ভিদের প্রজাতি

ইউট্রোকিয়াম ডুবিয়াম,[১] একটি উত্তর আমেরিকার ফুল যারা সূর্যমুখী পরিবারের অন্তর্গত। পূর্ব যুক্তরাজ্য ও কানাডাতেও এদেরকে দেখতে পাওয়া যায়। [২]

ইউট্রোকিয়াম ডুবিয়াম
ইউট্রোকিয়াম ডুবিয়াম
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বর্গ: Asterales
পরিবার: Asteraceae
গণ: Eutrochium
প্রজাতি: E. dubium
দ্বিপদী নাম
ইউট্রোকিয়াম ডুবিয়াম

ইউট্রোকিয়াম ডুবিয়াম এটি একটি বীরুৎ জাতীয় উদ্ভিদ যারা ১৭০ সেমি লম্বা (৬৮ ইঞ্চি বা ৫ ২/৩ ফুট) লম্বা। এদের কান্ডের রঙ বেগুনি বা মাঝে মাঝে সবুজের মাঝে বেগুনি রঙের ছোপ ছোপ দাগ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউট্রোকিয়াম ডুবিয়াম"United States Department of Agriculture (USDA)। 16 January, 2015।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "ইউট্রোকিয়াম ডুবিয়াম"County-level distribution map from the North American Plant Atlas (NAPA). Biota of North America Program (BONAP)