জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার

শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান
(ইউএনএইচসিআর থেকে পুনর্নির্দেশিত)

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইংরেজি ভাষায়: United Nations High Commissioner for Refugees, সংক্ষেপে UNHCR) জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। এটি ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি দুইবার, ১৯৫৪ এবং ১৯৮১সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ২০১৬ থেকে কর্মরত। তিনি একাদশতম (১১শ তম) হাইকমিশনার। হাইকমিশনারের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তাদের ১৩৫ টি দেশে প্রায় ১৭,৩০০ জন কর্মী রয়েছে।[]


জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার
সংস্থার ধরনপ্রোগ্রাম
সংক্ষিপ্ত নামইউএনএইচসিআর
প্রধানফিলিপ্পো গ্রান্ডি
প্রতিষ্ঠাকাল১৯৫০
ওয়েবসাইটwww.unhcr.org
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Refugees, United Nations High Commissioner for। "Figures at a Glance"UNHCR (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা