ইঁদুর

স্তন্যপায়ীর গণ

ইঁদুর "রাটাস" (rattus) গণের একটি দন্তুর স্তন্যপায়ী প্রাণী। কৃষি ভিত্তিক সভ্যতার সাথে ইঁদুরের দীর্ঘ ও নিবিড় সম্পর্ক দেখা যায়।

ইঁদুর
সময়গত পরিসীমা: প্রাক প্লাইস্টোসিন – বর্তমান
বাদামি ইঁদুর (Rattus norvegicus)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Rodentia
মহাপরিবার: Muroidea
পরিবার: Muridae
উপপরিবার: Murinae
গণ: Rattus
Johann Fischer von Waldheim, 1803
প্রজাতি

৬৪ টি প্রজাতি

প্রতিশব্দ

Stenomys থমাস, ১৯১০

বর্ণনা

সম্পাদনা

ইঁদুর দৈর্ঘে ৪-৮ ইঞ্চি হয়। খুব দ্রুত চলাচল করে, মাটিতে গর্ত করে থাকে এবং জমির ফসল, ঘরের আসবাব, কাপড় প্রভৃতি কেটে নষ্ট করে। ইঁদুর নগর জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। পৃথিবীর সকল শহরেই মানুষের বসতির খুব কাছে, এমনকি বাড়ি ও অন্যান্য নির্মাণের ভিতর ইঁদুর বাস করে। এরা অতি দ্রুত বংশবৃদ্ধি করে। এদের শরীর দ্রুত অনেক পরিমাণে খাদ্য গ্রহণ করতে সক্ষম।

প্লেগ রোগ

সম্পাদনা

ইঁদুরের লোমে থাকা পোকার দেহে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার ফলে প্লেগ নামক রোগ ছড়ায়। অতীতে এই রোগ বহুবার মহামারী হয়ে বিপুল মানুষের মৃত্যু ঘটিয়েছে। আধুনিক যুগে টীকা ও শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কারণে এই অসুখ বিলুপ্তপ্রায়।

তথ্যসূত্র

সম্পাদনা