আহমেদ রাজীব হায়দার

বাংলাদেশী ব্লগার
(আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ড থেকে পুনর্নির্দেশিত)

আহমেদ রাজীব হায়দার (মৃত্যু ১৫ই ফেব্রুয়ারি, ২০১৩) ছিলেন একজন বাংলাদেশি ব্লগার।[১] পেশায় স্থপতি হায়দারের ব্লগের লেখাগুলিকে ২০১৩ শাহবাগ আন্দোলনের অন্যতম কারণ হিসেবে মনে করা হয়ে থাকে।[২] ২০১৩ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয়ধারী একদল দুর্বৃত্ত হায়দারকে হত্যা করেন।[৩][৪]

আহমেদ রাজীব হায়দার
মৃত্যুফেব্রুয়ারি ১৫, ২০১৩(২০১৩-০২-১৫)
জাতীয়তাবাংলাদেশী
পেশাস্থপতি

হত্যা সম্পাদনা

২০১৩ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি ঢাকার মিরপুর অঞ্চলে নিজস্ব বাসস্থান থেকে বের হওয়ার সময় আহমেদ রাজীব হায়দারকে আক্রমণ করে হত্যা করা হয়।[৫] তার দেহ এতটাই ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, যে তার পরিবার ও আত্মীয়রা তার দেহ শনাক্ত করতে অক্ষম হন।[৬] পরের দিন তার মরদেহ শাহবাগ স্কোয়ারে লক্ষাধিক মানুষের প্রতিবাদস্থলে নিয়ে যাওয়া হয়।[৭] প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশনগরে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।

২রা মার্চ, বাংলাদেশ গোয়েন্দা ব্যুরোর তথ্য অনুযায়ী জানা যায়, "আনসারুল্লা বাঙালি" নামক একটি সদ্যপ্রতিষ্ঠিত কট্টরপন্থী সংগঠনের পাঁচজন এই হত্যাকান্ড পরিচালনা করে।[৮][৪][৯][১০][১১] ফয়সল বিন নাঈম, মাকসুদুল হাসান অনিক, এহসান রেজা রহমান, নাঈম শিকদার ইরাদ ও নাফিজ ইমতিয়াজ নামক পাঁচজন ছাত্র ম্যাজিস্ট্রিটের সামনে এই ঘটনার দায়ভার স্বীকার করেন।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Four killed in 'blasphemous bloggers' riot in Bangladesh"news.com.au। ২৩ ফেব্রুয়ারি ২০১৩। ২৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৩ 
  2. Shahidul Alam (২৮ ফেব্রুয়ারি ২০১৩)। "A 40-Year Quest for Justice"New York Times 
  3. Yallaoui, Safia Yallaoui (১২ এপ্রিল ২০১৩)। "Bangladesh Prime Minister faces pressure to kill blasphemous bloggers"। Western Eye। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৩ 
  4. "Blogger Rajib's 'killers' linked to al-Qaeda: DB"The Daily Star। ১৫ মার্চ ২০১৩। 
  5. "Killers hacked Rajib first, then slit his throat: police"bdnews24.com। ১৬ ফেব্রুয়ারি ২০১৩। 
  6. John Chalmers (১৫ এপ্রিল ২০১৩)। "Islamist agitation fuels unrest in Bangladesh"Chicago Tribune 
  7. Jim Yardley (১৬ ফেব্রুয়ারি ২০১৩)। "Vast Throng in Bangladesh Protests Killing of Activist"New York Times 
  8. প্রতিবেদক, নিজস্ব। "ব্লগার রাজীব হত্যা: দুই আসামির ফাঁসি, ৬ জনের কারাদণ্ড বহাল"bdnews24। ২০২৩-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২১ 
  9. "'Shibir leader behind Rajib murder'"bdnews24.com। ১০ মার্চ ২০১৩। 
  10. "At Least 19 Killed as Unrest Persists in Bangladesh"নিউইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩ 
  11. 2 Months After Rajib Murder ‘Mastermind’ Rana not caught ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ অক্টোবর ২০২১ তারিখে Daily Sun