আহমেদুর রশিদ চৌধুরী
আহমেদুর রশীদ চৌধুরী (এছাড়াও টুটুল) একজন বাংলাদেশী প্রকাশক এবং লেখক। তিনি ২০১৬ পিন্টার ইন্টারন্যাশনাল রাইটার অফ কারেজ অ্যাওয়ার্ড জিতেছেন, লেখক মার্গারেট অ্যাটউড দ্বারা নির্বাচিত,[১] জেরি লেবার আন্তর্জাতিক স্বাধীনতা প্রকাশের পুরস্কার,[২][৩] এবং ওসিটস্কি পুরস্কার ২০১৮ পেয়েছেন। তার লেখা পত্রপত্রিকা, ম্যাগাজিন ও ব্লগে প্রকাশিত হয়।[৪]
আহমেদুর রশিদ চৌধুরী | |
---|---|
জন্ম | হাসন নগর, সুনামগঞ্জ | মার্চ ২৮, ১৯৭৩
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | টুটুল |
পেশা | সম্পাদক, প্রকাশক, কবি, সৃজনশীল পরামর্শদাতা |
পুরস্কার | শহীদ মুনীর চৌধুরী সেরা প্রকাশক পুরস্কার ২০১৩, পেন-পিন্টার ইন্টারন্যাশনাল রাইটার অফ কারেজ অ্যাওয়ার্ড ২০১৬, দ্য জেরি লাবার ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ অ্যাওয়ার্ড ২০১৬, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, ফ্রিডম টু পাবলিশ প্রাইজ ফাইনালিস্ট, ২০১৬, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, প্রাইম সংক্ষিপ্ত তালিকা ২০১৮, ওজিটস্কি পুরস্কার ২০১৮ |
ওয়েবসাইট | www |
কর্মজীবন
সম্পাদনা১৯৯০ সালে চৌধুরী শুদ্ধস্বর পত্রিকা প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৪ সালে ঢাকায় একই নামে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন।[৫] শুদ্ধস্বর ২০১৩ সালে বাংলা একাডেমি কর্তৃক শহীদ মুনীর চৌধুরী পুরস্কার লাভ করে।[৪] ফেব্রুয়ারী ২০১৫ সালে, তিনি নাস্তিক লেখকদের সামগ্রী প্রকাশ করার জন্য খুনের হুমকি পান।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Flood, Alison (অক্টোবর ১৩, ২০১৬)। "Margaret Atwood selects Tutul for Pen writer of courage award"। The Guardian। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৬।
- ↑ "Bangladeshi Publishing House to Receive International Freedom to Publish Award"। সেপ্টেম্বর ১৪, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৮।
- ↑ "Ossietzkyprisen 2018 til Ahmedur Rashid Chowdury"। Norsk PEN (নরওয়েজিয়ান বোকমাল ভাষায়)। সেপ্টেম্বর ১৮, ২০১৮। আগস্ট ২৮, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৩, ২০১৮।
- ↑ ক খ "Tutul wins PEN Int'l Writer of Courage award"। দ্য ডেইলি স্টার। অক্টোবর ১৪, ২০১৬। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৬।
- ↑ "Ahmedur Rashid Chowdhury / Tutul"। International Cities of Refuge Network। অক্টোবর ১৮, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৬।