আহমাদ জিয়া মাসউদ

আফগান রাজনীতিবিদ

আহমেদ জিয়া মাসুদ (ফার্সি : احمد ضیاء مسعود জন্ম ১ মে, ১৯৫৬) আফগানিস্তান এর উপ রাষ্ট্রপতি ছিলেন।

আহমেদ জিয়া মাসউদ
احمد ضیاء مسعود
উপরাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৭ ডিসেম্বর ২০০৪ – ১৯ নভেম্বর ২০০৯
রাষ্ট্রপতিহামিদ কারজাই
উত্তরসূরীমোহাম্মাদ ফাহিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ মে ১৯৫৬ (বয়স ৫৮)
আফগানিস্তান
রাজনৈতিক দলজামাইত-ই-ইসলাম
ধর্মইসলাম

আহমেদ জিয়া মাসুদ

সম্পাদনা

আহমেদ জিয়া মাসুদ ১৯৫৬ খ্রীষ্টাব্দের মে মাসের ১ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি হলে আফগানিস্তান এর উপ রাষ্ট্রপতি।[] তিনি হামিদ কারজাই কর্তিক প্রথম মোনোনিত রাষ্ট্রপ্রধান। তিনি ৭ই ডিসেম্বর ২০০৪ হতে ১৯ নভেম্বর মাস ২০০৯ সাল পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানের দ্বায়ীত্ব পালন করেন। তিনি হলেন আহমেদ শাহ মাসউদ এর ছোট ভাই। ২০১১ সালে আহমেদ জিয়া মাসুউদ একজন বড় কর্মকর্তা হিসেবে নেশনাল ফর্ন্ট অফ আফগানিস্তানে যুক্ত হন।

পটভূমি

সম্পাদনা

আহমেদ জিয়া মাসুদ ১৯৫৬ সালের পহেলা মে তে আফগানিস্তান এর মাকুলে জন্মগ্রহণ করেন। তিনি ফসারি মাধমিকে পড়াশোনা করেন এবং মাধ্যমিক শেষ করেন। তিনি ১৯৭৬ সালে পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি অফ আফগানিস্থানে পড়াশোনা করেন। সেখানে তিনি তিন বছর শিক্ষাজীবন কাটান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ahmad Zia Massoud"। Afghan Embassy Norway। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

আহমেদ জিউয়া মাসউদ | বি.বি.সি | নিউ ইয়র্ক টাইমস |