আহমদ ইয়ার খান নঈমীর গ্রন্থপঞ্জি

মুফতি আহমদ ইয়ার খান নঈমী ইসলামের বিভিন্ন বিষয়ে পাঁচশতাধিক গ্রন্থ রচনা করেছেন। বলা হয়, তিনি ইমাম আহমদ রেযা খান বেরলভীর পরে গ্রন্থ রচনার মাধ্যমে সবচেয়ে বেশি দ্বীনের খেদমত করেছেন। তার রচিত গ্রন্থসমূহ তথ্যসূত্র হিসেবে সারাবিশ্বে ব্যবহৃত হয়। তাছাড়াও অসংখ্য গ্রন্থ মাদ্রাসায় পঠিত হয়[১][২][৩][৪]

তালিকা সম্পাদনা

  1. তাফসীর না'ঈমী[৫]
  2. মিরআতুল মানাজিহ শরহে মিশকাতুল মাসাবিহ
  3. নাঈমুল বারি ফি শরহে বুখারি
  4. ফাতাওয়া নঈমিয়্যাহ
  5. সুকূনে যমিন পার এক ওয়াসি' ফাতওয়া
  6. সালতানাতে মুস্তফা
  7. শানে হাবিবুর রাহমান
  8. যমিমাহ শানে হাবিবুর রাহমান।
  9. ইলমুল মিরাছ উত্তরাধিকারের বিধানসমূহ
  10. আল কালামুল মাক্ববূল ফি ত্বাহারাতি নাসাবির রাসূল
  11. মির্যায়ি সে নিকাহ হারাম।
  12. মাওয়া'ঈযে নঈমিয়্যাহ
  13. নক্বশায়ে আওক্বাতে সাওম ওয়া সালাত
  14. নূরুল ইরফান ফি হাশিয়াতিল কুরআন
  15. নয়ি তাক্বরিরে
  16. ইয়াসূ' কি পেশানগোইয়া
  17. হাশিয়াহ হামদুল্লাহ
  18. হাশিয়াহ সাদরা
  19. হযরত আমিরে মু'আভিয়া পর এক নযর
  20. দিওয়ান-এ-সালিক
  21. রাহমাতে খোদা বি ওয়াসিলা-এ-আউলিয়া
  22. রিসালায়ে তাসাউফ
  23. রিসালায়ে নূর
  24. সফরনামায়ে হজ্ব ওয়া যিয়ারাত
  25. সফরনামায়ে হেজায
  26. জা'আল হক্ব ওয়া যাহাক্বাল বাত্বিল
  27. আসরারুল আহকাম বি আনওয়ারিল কুরআন
  28. ইসলামি যিন্দেগি
  29. ইনশিরাহিল বুখারি
  30. এক ইসলাম
  31. আরিয়াহ পার চার হরফ
  32. তারজুমায়ে ইকমাল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিক্ষক বাতায়ন"www.teachers.gov.bd। ২০২২-১১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৫ 
  2. শায়খ, বিলাল আহমদ সিদ্দিকি। হালাতে যিন্দেগি: হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি বদায়ুনি (phD Thesis)। ভারত: মাইশোর বিশ্ববিদ্যালয়। 
  3. মুফতি, আবদুল হামিদ নঈমী। হায়াতে হাকিমুল উম্মত (MA Thesis) 
  4. আল্লামা, আব্দুন নবী কোকাব। হায়াতে সালিক 
  5. "তাফসীর নাঈমী ১ম খণ্ড (১ম ভাগ) - মুফতী আহমদ ইয়ার খান নঈমী"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৩