আসিয়া ইসহাক

পাকিস্তানী রাজনীতিবিদ

আসিয়া ইসহাক একজন পাকিস্তানি মহিলা রাজনীতিবিদ। তিনি পাক সারজামিন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন সক্রিয় কর্মী। এর আগে তিনি ২০১৪ সাল পর্যন্ত পারভেজ মোশাররফের সভাপতিত্বে নিখিল পাকিস্তান মুসলিম লীগের তথ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং এপিএমএল এর কেন্দ্রীয় তথ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক জীবন সম্পাদনা

আসিয়া ১৯৭০ সালের ২০ আগস্ট পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরে একটি শিক্ষিত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মোহাম্মদ ইসহাক সিদ্দিকীর কন্যা, যে ভারত-পাকিস্তান বিভক্তির সময় ভারতের উত্তর প্রদেশ থেকে পাকিস্তানে এসেছিল।[১]

তিনি কুলসুম বাই বিমানবন্দর মডেল বালিকা বিদ্যালয় ও মালির ক্যান্টনমেন্ট সরকারি বিজ্ঞান কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর করাচি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক করেন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

২০০২ সালে আসিয়া পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলে যোগ দেন এবং ২০০২ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০০২-২০০৬ সাল পর্যন্ত পিটিআইয়ের সিইসি ও কোর কমিটির সদস্য ছিলেন।[৩]

২০০৭ সালে তিনি পাকিস্তান মুসলিম লীগে (কা) যোগ দেন। সেখানে তিনি চৌধুরী সুজাত হোসেনের নেতৃত্বাধীন দলের মহিলা শাখা সাধারণ সম্পাদক ছিলেন। ২০১২ সালে পিএমএল (কা) ত্যাগ করেন।[৪]

২০১২ থেকে ২০১৪ পর্যন্ত আসিয়া নিখিল পাকিস্তান মুসলিম লীগের তথ্য সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।[৫]

২০১৬ সালের ২৫ মে আসিয়া পাক সারজামিন পার্টিতে প্রতিষ্ঠিতা সদস্য হিসেবে যোগ দেন। সৈয়দ মোস্তফা কামালের নেতৃত্বে জাতীয় পর্যায়ে দলকে স্বীকৃতি দিতে সক্রিয়ভাবে কাজ করছেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ishaque, Aasia। "Politician"। ১৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪ 
  2. Ishaque, Aasia। "Awami Web"awamiweb.com। AwamiWeb.com। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪ 
  3. Ishaque, Aasia। "PPI"ppinewsagency.com। Pakistan Press International। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪ 
  4. Ishaque, Aasia। "Lahore World"lahoreworld.com। LahoreWorld.com। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪ 
  5. "Musharraf party to boycott Pakistan election"Al Jazeera English। ৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪ 
  6. "Aasia Ishaque and 16 Other members joined Pak Sar Zameen Party"Sach News। ২৫ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭