আসিফ ইবনে বারখিয়া
আসিফ বিন বারখিয়া (আরবি: آصف بن برخيا) হলেন ইসলামী ধর্মগ্রন্থে উল্লেখিত একজন ব্যক্তিত্ব যিনি সুলাইমান নবী (আঃ) এর জন্যে "...চোখের পলকেই" শিবার রানীর সিংহাসন এনে দিয়েছিলেন।[১][২] রাজসভার উজির হিসেবে তার খ্যাতি রয়েছে। মধ্যপ্রাচ্যের লোককাহিনীতে তার কাহিনী মাঝেমধ্যে বর্ণিত হলেও, সম্ভবত অলৌকিক বিদ্যা নিয়ে আলোচনাকারী গোষ্ঠীগুলোতে এই গল্পের প্রচলন বেশি।[৩] পবিত্র কুরআনের ২৭ নং সুরার কিছু গূঢ় শব্দে তার ক্ষীণ ইঙ্গিত ছাড়া প্রচলিত ধর্মীয় গ্রন্থে আসিফ সম্পর্কে বিস্তারিত খুব কমই পাওয়া যায়। তবে, ইসলামী অলৌকিক বিদ্যা বা রূহানিয়্যাত নিয়ে আলোচনা করে এমন অনেক বইয়ে তাকে পাওয়া যায়। এমন একটি বইয়ের নাম আল-আজনাস, যা সরাসরি তার রচনা বলে দাবি করা হয়। ইতিহাসের বিভিন্ন সময়ে কুরআনের ব্যাখ্যাকারীদের মাধ্যমে তাঁর স্মরণ করা হয় এবং তাঁর অধিকৃত ক্ষমতাকে আল্লাহর অবর্ণনীয় নামের সাথে যুক্ত করা হয়।[৪][৫]
- ↑ Richard F. Burton, Book of the Thousand Nights and a Night: vol. I, Kissinger Publishing Co, 2003, p. 42
- ↑ S Bağci, Muqarnas, 1995
- ↑ "Sulaymān b. Dāwūd". Encyclopædia of Islam. "Later legendary lore has magnified all this material..."
- ↑ Richard F. Burton, Book of the Thousand Nights and a Night: vol. I, Kissinger Publishing Co, 2003, p. 42
- ↑ Jacob Lassner, Demonizing the Queen of Sheba: Boundaries of Gender and Culture in Postbiblical Judaism and Medieval Islam, University of Chicago Press, 1993, p. 107