আসাম বিজ্ঞান সমিতি

১৯৫৩ সালে আসাম বিজ্ঞান সমিতি ( ইংরেজি: Assam Science Society) প্রতিষ্ঠা করা হয়।

আসাম বিজ্ঞান সমিতি (Assam Science Society)

১৯৬১ সাল থেকে আসাম বিজ্ঞান সমিতি বিজ্ঞান জেউতি নামের এই দুমাসের জনপ্রিয় বিজ্ঞান-পত্রিকাটি প্রকাশ করে আসছে।[১] বর্তমান বিজ্ঞান জেউতির সম্পাদক ড৹ জগদীন্দ্র রায়চৌধুরী

বিজ্ঞান জেউতির সম্পাদকগণ সম্পাদনা

(১ম প্রকাশ থেকে ১২শ বর্ষ (১৯৭৬) নিয়ে তিন মাসের; ১৩শ বর্শ (১৯৭৭) থেকে দুমহীয়া)

  1. ড° মিনধর বরঠাকুর (১/১ থেকে ১/৩ পর্যন্ত) – ১৯৬১-৬২
  2. ড° ভবেন্দ্র নাথ শইকীয়া (১/৪ থেকে ২/৩ পর্যন্ত) – ১৯৬৩-৬৪
  3. ড° মহম্মদ তাহের (২/৪) - ১৯৬৪
  4. ড° ভুবন মোহন দাস (৩/১ থেকে ৩/৪ পর্যন্ত) – ১৯৬৬-৬৭
  5. ড° শ্যামাপ্রসাদ শর্মা (৪/১ থেকে ৭/৪ পর্যন্ত) – ১৯৬৮-৭২
  6. ড° চন্দ্রমোহন শর্মা (৮/১ থেকে ১৪/৬ পর্যন্ত) – ১৯৭২-৭৮
  7. ড° পবিন্দ্রনাথ দত্ত (১৫/১ থেকে ১৬/৬ পর্যন্ত) – ১৯৭৯-৮১
  8. ড° সোণেশ্বর শর্মা (১৭/১ থেকে ১৯/৬ পর্যন্ত) – ১৯৮২-৮৪
  9. দীনেশ বৈশ্য (২০/১ থেকে ২১/৬ পর্যন্ত) – ১৯৮৫-৮৬
  10. ড° শ্যামাপ্রসাদ শর্মা (২২/১ থেকে ২৩/৬ পর্যন্ত) – ১৯৮৭-৮৯
  11. ড° শিবনাথ বর্মন (২৪/১ থেকে ২৬/১ পর্যন্ত) – ১৯৮৯-৯১
  12. বসন্ত ডেকা (২৬/২ থেকে ২৯/৪ পর্যন্ত) – ১৯৯১-৯৫
  13. ড° নীলমণি বরা (২৯/৫, ২৯/৬) - ১৯৯৫
  14. ড° অলক কুমার বুঢ়াগোঁহাই (৩০/১ থেকে ৩১/৬ পর্যন্ত) – ১৯৯৫-৯৭
  15. সাকিল জামাল (৩২/১ থেকে ৩১/৬ পর্যন্ত) - ১৯৯৭
  16. ড° প্রদীপ শর্মা (৩২/৪ থেকে ৩৩/৫ পর্যন্ত) -১৯৯৭-৯৯
  17. ক্ষীরধর বরুয়া (৩৩/৫ র পরা) – ১৯৯৯

[২] 18) মৌদম হাজারিকা 19) ড৹ জগদীন্দ্র রায়চৌধুরী

তথ্যসূত্র সম্পাদনা

  1. kitap.co.in র তথ্য[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. বিজ্ঞান জেউতি, ৩৫/৩, অক্টোবর-নভেম্বর, ২০০০