আশুগঞ্জ (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
আশুগঞ্জ শব্দটি দিয়ে বোঝানো হতে পারে:
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- আশুগঞ্জ উপজেলা — ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা।
- আশুগঞ্জ থানা — বাংলাদেশের একটি পুলিশ থানা।
- আশুগঞ্জ সদর ইউনিয়ন — আশুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
অন্যান্য স্থাপনা
সম্পাদনা- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র — বাংলাদেশের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
- আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড — বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
- আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড — বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত একটি সার উৎপাদন কেন্দ্র।
- আশুগঞ্জ বন্দর — মেঘনা নদী তীরবর্তী নদী বন্দর।
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন — বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন।