আশিকে রসূল ( আরবি : عاشق رسول ; ইংরেজি : Ashik-e-Rasul ) হল একটি কাব্যগ্রন্থের নাম । এর রচয়িতার নাম দাদ 'আলী (১৮৫৬ - ১৯২৭) । এই পুস্তিকাটি বাংলা 'নাতিয়া' শ্রেনীর গীতকবিতার সমাহার । কাব্যটিতে উচ্চ ভাবের প্রকাশ না থাকলেও অনুভূতির সততা এবং গভীরতা লক্ষ্যণীয় । বাংলার মুসলিমদের ঘরে ঘরে একসময় এটি পঠিত ও গীত হতো ।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা বিশ্বকোষ ১ম খন্ড, ২৫৯ পৃষ্ঠা ।
  2. ইসলামী বিশ্বকোষ ৩য় খন্ড, ৩৮৬ পৃষ্ঠা ।