আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদ্রাসা

আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদ্রাসা চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা[১] ২০০০ সালে মুহাম্মদ শামসুল হক মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় অধিভুক্ত এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটি নগরীতে তথা চান্দগাঁও এলাকাতে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে সমর্থ হয়েছে। এই মাদ্রাসার ইআইআইএন সংখ্যা হলো ১০৪২৩৪।[২] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। একইসাথে সরকারী এমপিও ভুক্ত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা ফররুখ আহমদ। পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।[২]

আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত২০০০; ২৪ বছর আগে (2000)
প্রতিষ্ঠাতাশামসুল হক
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
উচ্চ মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
ঠিকানা
গোলাম আলী নাজীর পাড়া
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
ইআইআইএন সংখ্যা১০৪২৩৪
ওয়েবসাইটalhumaira.edu.bd

ফলাফল ও কৃতিত্ব

সম্পাদনা

২০২৩ সাল ও ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রামের চান্দগাঁও থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ও পুরস্কার গ্রহণ করে। মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ এবং থানা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। একইসাথে অত্র মাদরাসার শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল অসংখ্য কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছেন।[৩][৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ আল-হুমাইরা মহিলা মাদরাসা"dainikshiksha.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  2. ইমাদ উদ্দীন, মোহাম্মদ। "আদর্শ মুসলিম নারী গড়ে তুলতে আল হুমাইরা (রা) মহিলা ফাজিল (ডিগ্রী) মাদরাসা"deshchitro.com (ইংরেজি ভাষায়)। 
  3. ইমাদ উদ্দীন, মোহাম্মদ। "নারী শিক্ষায় আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদরাসার ঈর্ষণীয় সাফল্য"suprobhatmichigan.com (ইংরেজি ভাষায়)। 
  4. "তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ আল-হুমাইরা মহিলা মাদরাসা"amaderbarta.net (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১