আল হুদায়দাহ গভর্নরেট

আল হুদায়দাহ একটি হল গভর্নোরেট। এর রাজধানী আল হুদায়দাহ। গভর্নরেটকে কখনও কখনও পশ্চিম উপকূল হিসাবেও উল্লেখ করা হয়।

আল হুদায়দাহ
الْحُدَيْدَة
গভর্নরেট
দেশইয়েমেন
আসনআল হুদায়দাহ
আয়তন
 • মোট১৭,৫০৯ বর্গকিমি (৬,৭৬০ বর্গমাইল)
জনসংখ্যা (2011)[১]
 • মোট৩৯,২১,০০০
 • জনঘনত্ব২২০/বর্গকিমি (৫৮০/বর্গমাইল)

এই গভর্নরেট ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। সাগরটির উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।

লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১,৭৪,০০০ বর্গকিলোমিটার। সাগরটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক ৩০০ কিলোমিটার প্রশস্ত। সাগরের সীমানা এবং সংকীর্ণ তিহামাহ অঞ্চলের অংশ। এর রাজধানী, আল হুদায়দা, একটি গুরুত্বপূর্ণ স্থানীয় বন্দর শহর হিসাবেও কাজ করে।

  • অ্যাড দহি জেলা
  • অ্যাড দুরায়হিমি জেলা
  • আল গারাহি জেলা
  • আল হাজ্জায়লা জেলা
  • আল হালি জেলা
  • আল হাওয়াক জেলা
  • আল খাওখা জেলা
  • আল মানসুরিয়া জেলা
  • আল মারাউয়াহ জেলা
  • আল মিঘলাফ জেলা
  • আল মিনা জেলা
  • আল মুনিরাহ জেলা
  • আল কানাউইস জেলা
  • আল্লুহেয়া জেলা
  • সালিফ জেলা হিসেবে
  • সুখনাহ জেলা হিসেবে
  • তুহায়াত জেলায়
  • আয জায়দিয়া জেলা
  • আয জুহরাহ জেলা
  • বাজিল জেলা
  • বায়তুল ফকিহ জেলা
  • বুড়া জেলা
  • হেইস জেলা
  • জাবালে রাঃ এর জেলা
  • কামারন জেলা
  • জাবিদ জেলা

আরও দেখুন

সম্পাদনা
  • ইয়েমেনের গভর্নরেটস
  • আবিয়ান
  • এডেন আল

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Statistical Yearbook 2011"। Central Statistical Organisation। ৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৩