আল সওদা (جبل السودة في ابها) হচ্ছে সৌদি আরবের আবহা অঞ্চলে অবস্থিত একটি পর্যটন গ্রাম যা আবহা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মা) দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০১৫ মিটার (৯,৮৯২ ফু) উপরে, এবং এর পর্বতসমূহ ঘন জুনিপার গাছগাছালীতে ভরপুর।

আল সওদা

জলবায়ু সম্পাদনা

আল সওদার অবস্থানগত কারণে, এখানকার জলবায়ু সারা বছরজুরে পরিমিত অবস্থায় থাকে, যেখানে গ্রীষ্মকালের তাপমাত্রা কদাচিৎ ২২ °সে (৭২ °ফা) অতিক্রম করে এবং শীতকালে ১২ °সে (৫৪ °ফা) অতিক্রম করে না।

Sawda (2946 m)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ গড় °সে (°ফা) ১৪.৮
(৫৮.৬)
১৬.১
(৬১.০)
১৮.০
(৬৪.৪)
২০.২
(৬৮.৪)
২২.৮
(৭৩.০)
২৫.৯
(৭৮.৬)
২৪.৮
(৭৬.৬)
২৪.৫
(৭৬.১)
২৪.০
(৭৫.২)
২০.০
(৬৮.০)
১৭.০
(৬২.৬)
১৫.২
(৫৯.৪)
২০.৩
(৬৮.৫)
দৈনিক গড় °সে (°ফা) ৮.২
(৪৬.৮)
৯.৪
(৪৮.৯)
১১.৫
(৫২.৭)
১৩.৩
(৫৫.৯)
১৫.৭
(৬০.৩)
১৮.২
(৬৪.৮)
১৮.৩
(৬৪.৯)
১৮.২
(৬৪.৮)
১৬.৩
(৬১.৩)
১২.৬
(৫৪.৭)
৯.৮
(৪৯.৬)
৮.২
(৪৬.৮)
১৩.৩
(৫৫.৯)
সর্বনিম্ন গড় °সে (°ফা) ১.৭
(৩৫.১)
২.৭
(৩৬.৯)
৫.১
(৪১.২)
৬.৫
(৪৩.৭)
৮.৬
(৪৭.৫)
১০.৫
(৫০.৯)
১১.৮
(৫৩.২)
১২.০
(৫৩.৬)
৮.৬
(৪৭.৫)
৫.২
(৪১.৪)
২.৭
(৩৬.৯)
১.২
(৩৪.২)
৬.৪
(৪৩.৫)
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) ১৮
(০.৭)
৪০
(১.৬)
৬৩
(২.৫)
৭০
(২.৮)
২৮
(১.১)

(০.৩)
২৯
(১.১)
৪৬
(১.৮)

(০.৩)

(০.২)
১০
(০.৪)

(০.৪)
৩৩২
(১৩.১)
উৎস: Climate-data.org

পর্যটন সম্পাদনা

এই শহরটি একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র, এবং এখানকার পর্বতের চূড়ায় একটি ক্যাবল কার রয়েছে।[১] এই এলাকার কিছু লোক বলে থাকে যে এখানে প্রতি বছর একাধিক মৌসুমে তুষারপাত পড়তে দেখা যায়।

তথ্যসূত্র সম্পাদনা