আল-রাকাদ সিনড্রোম হলো জর্ডানের চিকিৎসক মোহাম্মদ আল-রাকাদ কর্তৃক আবিষ্কৃত জন্মগত “অটোসোমাল রেসিসিভ সিনড্রোম”। এটিকে চার ভাগে ভাগ করা হয়। যথাঃ

  • মাইক্রোসেফালি
  • গ্রোথ ডিলে
  • সাইকো-মোটর ডেভেলপমেন্ট ডিলে
  • কনজেনিটাল হাইপোটোনিয়া
আল রাকাদ সিনড্রোম
একটি শিশুর একটি সাধারণ মাথার আকারের শিশুর তুলনায় মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু (বাম)
বোটুলিজমে আক্রান্ত একটি শিশু; ঘুম না হওয়া বা বিমোহিত না হওয়া সত্ত্বেও, সে তার চোখ খুলতে বা নাড়াতে পারে না; তার কান্নাও দুর্বল।

আল-রাকাদ সিনড্রোম ডিসিপিএস জিনের (DCPS gene) পরিবর্তনক্রমে সৃষ্ট হয়ে থাকে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "OMIM Entry - # 616459 - AL-RAQAD SYNDROME; ARS"www.omim.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা

শ্রেণীবিন্যাস