আল রাইদ ফুটবল ক্লাব

আল রাইদ সৌদি ফুটবল ক্লাব (আরবি: نادي الرائد, ইংরেজি: Al Raed FC; সাধারণত আল রাইদ এফসি এবং সংক্ষেপে আল রাইদ নামে পরিচিত) হচ্ছে বুরাইদাহ ভিত্তিক একটি সৌদি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে সৌদি আরবের শীর্ষ স্তরের ফুটবল লিগ সৌদি পেশাদার লিগে প্রতিযোগিতা করে। ১৯৫৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে। ২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রাইদ আল তাহাদি নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রোয়েশীয় সাবেক ফুটবল খেলোয়াড় ইগর জোভিচেভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফাহাদ আল মুতাওয়াআ[] বর্তমানে সৌদি মধ্যমাঠের খেলোয়াড় সুলতান আল ফারহান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

আল রাইদ
পূর্ণ নামআল রাইদ সৌদি ফুটবল ক্লাব
ডাকনামরাইদ আল তাহাদি
প্রতিষ্ঠিত১৯৫৪; ৭০ বছর আগে (1954)
মাঠকিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম
ধারণক্ষমতা২৫,০০০[]
সভাপতিসৌদি আরব ফাহাদ আল মুতাওয়াআ
ম্যানেজারক্রোয়েশিয়া ইগর জোভিচেভিচ
লিগসৌদি পেশাদার লিগ
২০২২–২৩১০ম
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আল রাইদ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে। সুলতান আল ফারহান, আব্দুল্লাহ আল ফাহাদ, ইসমাইল বাঙ্গুরা, ইভেস-দিবা ইলুঙ্গা এবং মুসা আল শামরির মতো খেলোয়াড়গণ আল রাইদের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা