আল ফিকহুল আকবার

ইমাম আবু হানিফার বই

আল ফিকহুল আকবর (আরবিঃ الفقه الأكبر) একটি আদি ইসলামি আকিদা বিষয়ক গ্রন্থ। ইমাম আবু হানিফার লিখিত গ্রন্থগুলোর মধ্যে অক্ষত রয়ে যাওয়া এটি অন্যতম একটি গ্রন্থ।[১][২] এতে আল্লাহ, তার নবি-রাসুল, ফেরেশতা ও পরকালীন জীবন বিষয়ক বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়েছে। [৩]

আল-ফিকহুল আকবর
বইয়ের প্রচ্ছদ
লেখকনু'মান ইবন ছাবিত (আবু হানিফা)
ভাষাআরবি

বিষয়বস্তু সম্পাদনা

এই গ্রন্থে মানব ইতিহাসের সৃষ্টি, আল্লাহর দাসত্ব, নবি-রাসুলদের বিশ্বাসমালা, পরকালীন জীবনের ঘটনাবলি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। এই গ্রন্থে সৃষ্টিকর্তা ও তার সৃষ্টির মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তৎকালীন যুগে আকিদা বিষয়ক যে সকল প্রশ্ন আসত, ইমাম আবু হানিফা তার সংক্ষিপ্ত কিন্তু নির্ভুল উত্তর প্রদান করেছেন।

গ্রহণযোগ্যতা সম্পাদনা

বিশ্বের বিভিন্ন আলিম তার এই গ্রন্থকে ব্যবহার করেন এবং তথ্য প্রদান করতে গিয়ে এর উদ্ধৃতি প্রদান করে থাকেন। বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটি ও আস-সুন্নাহ প্রকাশনী কর্তৃক একটি অনুবাদ প্রকাশ করা হয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. জাহাঙ্গীর, খোন্দকার আব্দুল্লাহ। আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)। আস-সুন্নাহ পাবলিকেশন্স। আইএসবিএন 978-984-90053-5-3 
  2. আল-ফিকহুল আকবর (ইসলামের মৌলিক বিশ্বাস)। ইসলামিক ফাউন্ডেশন। ২০০২। 
  3. "Imam Abu Hanifa's Al-Fiqh Al-Akbar Explained"