আল তুতিলি
মুরিশ লেখক
আল আমা আল তুতিলি (মৃত্যু ১১২৬) ছিলেন আন্দালুসের টুডেলায় জন্মগ্রহণকারী একজন মুলাদি কবি। আল আমা অর্থ একজন অন্ধ এবং তুতিলি অর্থ ‘টুডেলা থেকে’। তিনি সেভিলে বেড়ে উঠেন। সেখানে তিনি কবিতায় দক্ষতা অর্জন করেন। পরবর্তীতে তিনি মুরসিয়ায় বসবাস করেন। আল তুতিলি অল্প বয়সে মারা যান। আন্দালুসে আলমোরাভি যুগে তিনি অন্যতম খ্যাতনামা কবি ও সঙ্গীতকার ছিলেন। সারাগোসার আলমোরাভি গভর্নর ইবনে তিফিলউয়িতের দরবারে তিনি ইবনে বাজার সাথে কবিতার প্রতিযোগিতা করেন। তার স্ত্রীর মৃত্যুতে লিখিত শোকগীতির জন্য তিনি পরিচিত।
তথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- Al-A'ma at-Tutili, Diwan, ed. Ihsan Abbas (Beirut, 1963)
- E. Garzia Gomez, las jarchas romances de la serie árabe en su marco (Madrid 1965)
- Nykl p. 254-6
- al-Acma al-Tutili, [El ciego de Tudela]: Las moaxajas. Traducción y prólogo: M. Nuin Monreal, W. S. Alkhalifa, 2001