আল-সাখাভী

পঞ্চদশ শতকের মুসলিম হাদিসশাস্ত্রবিদ

শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল-সাখাভী (আরবী: شمس الدين محمد بن عبدالرحمن السخاوي‎‎, , ৮৩১-৯০২ হিঃ) ছিলেন একজন সম্মানিত মুসলিম মুহাদ্দিস বা হাদিসশাস্ত্রবিদ এবং ইতিহাসবিদ।

ইমাম
আল-সাখাভী
জন্ম৮৩১ হিঃ
কায়রো
মৃত্যু৯০২ হিঃ
মদীনা
অন্য নামশামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল-সাখাভী
জাতিভুক্তমিশরীয়
যুগমধ্য যুগ
পেশাইসলামী ধর্মতত্ত্ববিদ, মুহাদ্দিস, মুফাসসির ও ইতিহাসবিদ
মূল আগ্রহতাফসীর, হাদিস, ইতিহাস
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
  • ইবনে হাজার আসকালানি[]

তিনি ১৪২৮ খ্রিষ্টাব্দে কায়রো-তে জন্মগ্রহণ করেন। মিসরের আল-সাখা নামক অঞ্চলে তার বাড়ি হওয়ায় তিনি আল-সাখাভী নামে প্রসিদ্ধি লাভ করেন। তিনি বিশেষত হাদীস, তাফসীর, সাহিত্য ও ইতিহাসের উপর লিখতেন। আল-সাখাভী শাফেয়ী আইনে বিশেষজ্ঞ ছিলেন। তিনি হাদীসের ক্ষেত্রে ইবনে হাজার আসকালানি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন যা তার লেখাতে ফুটে উঠে।

তিনি ১৪৯৭ খ্রিষ্টাব্দে মদীনাতে মৃত্যুবরণ করেন।

রচনাসমূহ

সম্পাদনা
  • আল-তুহফাহ আল লাতিফা ফি তারিখ মদীনায় আল শারীফাহ (التحفة اللطيفة في تاريخ المدينة الشريفة): মদিনা আল মুনাওয়ারা সম্পর্কে।
  • ফাতহুল মুগিস বি শারহে আলফিয়াত আল-হাদীস
  • আল-দাওয়া আল-লামি লি আহলি আল কারনি আল তাসী
  • আল-জাওাহীর ওয়া আল-দুরার ফি তারজামাত শাইখুল ইসলাম ইবনে হাজর
  • আল-মাকাসিদ আল হাসানা
  • আশরাতু ছা’আহ -যা সম্প্রতি মুহাম্মদ আল আকীল দ্বারা তাহকিক-সহ পুনর্মুদ্রিত হয়েছে।
  • আল-রিহলাহ আল হালাবিয়াহ ওয়া তারাজিমিহা (الرحلة الحلبية وتراجمها)
  • আল-রিহলাহ আল মাক্কিয়াহ (الرحلة المكية)
  • আল-রিহলাহ আল সেকান্দারিয়াহ (الرحلة السكندرية)
  • আল-বালাদানিয়াত আল আলিয়াত (البلدنيات العليات)
  • বুঘায়েত আল রাভি বি-মান আখান্দা আনহু আল সাখাভী (بغية الراوي بمن أخذ عنه السخاوي) অথবা আল-ইমতিনান বি-শুয়াইখ মুহাম্মদ ইবনে আব্দ আল-রাহমান (الامتنان بشيوخ محمد بن عبد الرحمن): তাঁর সকল শিক্ষকের তালিকাবদ্ধ নামের অভিধান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Salmān, Mashhūr Ḥasan Maḥmūd & Shuqayrāt, Aḥmad Ṣidqī (১৯৯৮)। "Tarjamat al-musannif"। Muʼallafāt al-Sakhāwī : al-ʻAllāmah al-Ḥāfiẓ Muḥammad ibn ʻAbd al-Raḥmān al-Sakhāwī, 831-902 H। Dār Ibn Ḥazm। পৃষ্ঠা 18।