বালাজুরী

(আল-বালাজুরী থেকে পুনর্নির্দেশিত)

আহমেদ ইবনে ইয়াহিয়া আল বালাজুরী (আরবিঃ أحمد بن يحيى بن جابر البلاذري‎) ৯ম শতকের একজন বিখ্যাত মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক। তিনি আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিল এর সময়, তার দরবারে প্রচুর সুবিধা ভোগ করেছেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন এবং ইতিহাস সংগ্রহের জন্য সিরিয়া ও ইরাক ভ্রমণ করেছেন।[]

তিনি আহমেদ বিন ইয়াহিয়া বিন জাবের বিন আল বালাজুরী, বালাজুরী আহমেদ বিন ইয়াহিয়া বিন জাবের আবুল হাসান, আবি আল হাসান বালাজুরী প্রভৃতি নামে পরিচিত থাকলেও আল বালাজুরী বা বালাজুরী নামেই তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছেন।[]

আল বালাজুরীর সঠিক জন্মস্থান পাওয়া যায়না। তবে আরব[][] ও পারস্য[] উভয় জাতীয়তাবাদ বলে ধারণা করা হয়। যদিও বালাজুরী আরবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এবং তার এই অনারব জাতীয়তাবাদকে মাসুদী নিন্দা করেছেন। তিনি আল মুতাওয়াক্কিলআল মুস্তাইন এর সময় রাজপ্রাসাদে অবস্থান করতেন। এবং খলিফার ছেলে আল মুতাজের গৃহ শিক্ষক ছিলেন।[][]

তিনি মধ্যপ্রাচের ইতিহাসের উপর কিছু বই লিখে বিখ্যাত হয়েছেন। তার বইসমুহঃ

মৃত্যু

সম্পাদনা
 

আল বালাজুরী ৮৯২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. One or more of the preceding sentences incorporates text from a publication now in the public domain: Chisholm, Hugh, ed. (1911). "Balādhurī". Encyclopædia Britannica. 3 (11th ed.). Cambridge University Press. p. 233. (ইংরেজি ভাষায়)। 
  2. Adel, Gholamali Haddad; Elmi, Mohammad Jafar; Taromi-Rad, Hassan (২০১৩-০১-৩১)। Historians of the Islamic World: Selected Entries from Encyclopaedia of the World of Islam (ইংরেজি ভাষায়)। ইডব্লিউআই প্রেস। আইএসবিএন 978-1-908433-12-1 
  3. "BALĀḎORĪ – এনসাইক্লোপিডিয়া ইরানিকা"www.iranicaonline.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০ 
  4. Saunders, J. J. (John Joseph), 1910-1972,। অ্যা হিস্ট্রি অব মেডিভ্যাল ইসলাম (ইংরেজি ভাষায়)। লন্ডন। আইএসবিএন 0-7100-2077-5ওসিএলসি 1337258 
  5. Bos, Gerrit (১৯৯৬)। ""Balādhur" (Marking-Nut): A Popular Medieval Drug for Strengthening Memory"Bulletin of the School of Oriental and African Studies, University of London (ইংরেজি ভাষায়)। ৫৯ (২): ২২৯–২৩৬। আইএসএসএন 0041-977X 
  6. Baladhuri, Ahmad ibn Yahya; Hitti, Philip Khuri; Murgotten, Francis Clark (১৯১৬–১৯২৪)। The origins of the Islamic state: being a translation from the Arabic, accompanied with annotations, geographic and historic notes of the Kitâb fitûh al-buldân of al-Imâm abu-l Abbâs Ahmad ibn-Jâbir al-Balâdhuri (ইংরেজি ভাষায়)। University of California Libraries। নিউ ইয়র্ক: কলাম্বিয়া ইউনিভার্সিটি।