আল-দারাকুতনী
আবুল হাসান 'আলী ইবনে 'উমার ইবনে আহমাদ ইবনে মাহদী ইবনে মাস'উদ ইবনে আল-নু'মান ইবনে দিনার ইবনে আব্দিল্লাহ আল-বাগদাদী আল-দারাকুতনী (৯১৮ ঈসায়ী/ ৩০৬ হিজরি, বাগদাদ - ৯৯৫ ঈসায়ী/ ৩৮৫ হিজরি) ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন বিশিষ্ট মুহাদ্দিস, হাদীছ সংকলক এবং বিদ্বান।
আল-দারাকুতনি الدارقطني | |
---|---|
উপাধি | আমির আল-মু'মিনীন ফিল হাদীছ |
জন্ম | ৩০৬ হিজরি বাগদাদ |
মৃত্যু | ৩৮৫ হিজরি |
পেশা | মুহাদ্দিস, হাদীছ সঙ্কলক, ইসলামিক স্কলার |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | শাফি |
শাখা | আসারি |
মূল আগ্রহ | হাদীছ শাস্ত্র |
লক্ষণীয় কাজ | কিতাব আল-সুনান |
যাদেরকে প্রভাবিত করেছেন
|
তিনি ৯১৮ খ্রিষ্টাব্দে (৩০৬ হিজরি) বাগদাদের দার আল-কুতনে জন্ম গ্রহণ করেন, যে কারণে তার নামের সাথে আদ-দারাকুতনী যুক্ত হয়েছে। তিনি শিক্ষালাভ করেন কয়েকজন উচু পর্যায়ের বিদ্বান মনীষীর কাছে, তারা হচ্ছেন, আবুল কাসিম আল-বাগাভী রহঃ, আবু বকর ইবনে আবু দাউদ রহঃ, আবু বাকর ইবনে যিয়াদ আল-নিশাপুরি রহঃ, আবু উবাইদ আল-কাসিম (তার ভাই) এবং প্রমুখ।
পরবর্তী যুগের বিদ্বানগণ তার মর্যাদার ব্যাপারে একমত হয়েছেন। খাতিব আল-বাগদাদী তার ব্যাপারে বলেন, "তিনি তাঁর সময়ের ইমাম ছিলেন"। আবু-তায়্যিব আল-তাবারী (মৃত্যু ৪৫০ হিজরি) দারাকুতনী -কে "হাদীছ শাস্ত্রের আমিরুল মু'মিনীন" বলে অভিহিত করেছেন। তার ছাত্রদের মাঝে উল্লেখযোগ্য দুইজন মনীষী হচ্ছেন, ইমাম হাকিম নিশাপুরি এবং আবুল হাসান ইস্ফাহানি ।[১]
তিনি ৩৮৫ হিজরি সনে (৯৯৫ ঈসায়ী) মৃত্যু বরণ করেন, বাব আল-দায়র কবরস্থানে মারুফ কারখী'র সন্নিকটে তাকে সমাহিত করা হয়।[১]
রচনা
সম্পাদনাতার উল্লেখযোগ্য কয়েকটি কাজ হচ্ছে,
- “সুনান আল-দারাকুতনী”
- “আল-মুতালিফ ওয়াল মুখতালিফ”
- “ইলাল আল-হাদীছ”
- “আত-তাতাব্বু′”
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Lewis, B.; Pellat, Ch.; Schacht, J. (১৯৯১) [1st. pub. 1965]। Encyclopaedia of Islam (New Edition)। Volume I (C-G)। Leiden, Netherlands: Brill। পৃষ্ঠা 136। আইএসবিএন 9004070265।