মুহাম্মদ আল-ইদ্রিসি

আরব ভূগোলবিদ
(আল-ইদ্রিসি থেকে পুনর্নির্দেশিত)

আবু আবদুল্লাহ মুহাম্মাদ আল-ইদ্রিসি আল-কুরতুবী আল-হাসানী আস-সাবিত, বা সাধারণভাবে আল-ইদ্রিসি (/ælɪˈdrs/; আরবি: أبو عبد الله محمد الإدريسي القرطبي الحسني السبتي; লাতিন: Dreses; ১১০০ - ১১৬৫), ছিলেন একজন আরব[][] মুসলিম ভূগোলবিদ, মানচিত্রাঙ্কনকার এবং মিশরতত্ত্ববিদ যিনি কিছু সময়ের জন্য রাজা ২য় রজারের শাসনামলে সিসিলির পালের্মোতে বসবাস করেছিলেন।[] মুহম্মাদ আল-ইদ্রিসি সেউতাতে জন্মগ্রহণ করেন তখন তা আলমোরাভিডদের অন্তর্গত ছিলেন। তিনি তাবুলা রোজেরিয়ানা তৈরি করেছেন, মধ্যযুগীয় বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র।[] তিনি ১১৫৪ সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেছিলেন।[]

আল-ইদ্রিসি
সেউতায় আল-ইদ্রিসির মূর্তি
জন্মআনু. ১১১০
সেউতা, আলমোরাভিদ রাজবংশ
(বর্তমানে স্পেন)
মৃত্যু১১৬৫ (বয়স ৬৪–৬৫)
সেউতা, আলমোহাদ খিলাফত
(বর্তমানে স্পেন)
পরিচিতির কারণতাবুলা রজারিয়ানা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভূগোলবিদ, লেখক, বিজ্ঞানী, মানচিত্রাঙ্কনবিদ্যা

বিশ্ববিখ্যাত আবিষ্কারক Christopher colombas এবং Vasco da-gama যে মানচিত্র নিয়ে বিশ্ব আবিষ্কারে বেরিয়েছিলেন সেই মানচিত্রটিও আল-ইদ্রিসি এর আঁকা।

তাঁর আরেকটি অন্যতম বৈশিষ্ট ছিলো যে তিনি যত মানচিত্র আঁকতেন সবগুলো মানচিত্র ছিলো উল্টো অর্থ্যাৎ উপরের দিক দক্ষিণ আর নীচের দিক ছিল উত্তর।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আল-ইদ্রিসি উত্তর আফ্রিকা এবং আল-আন্দালুস এর হাম্মুদিদ রাজবংশ থেকে এসেছেন তিনি ইদ্রিসিদ রাজবংশ এর মাধ্যমে মুহাম্মদএর বংশধর।[][] আল-ইদ্রিসি ১১০০ সালে সেউতা শহরে জন্মগ্রহণ করেন। তখন আলমোরাভিদ রাজবংশ এর অধীনে ছিল। তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] ভ্রমণে ব্যয় করেন এবং মনে হচ্ছে তিনি এই দুটি অঞ্চলের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তিনি ১৬ বছর বয়সে আনাতোলিয়া সফর করেন। তিনি কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  2. "Muhammad al-Idrisi | Geographer, Maps, & Biography | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 
  3. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  4. Heiss, Johann; Hovden, Eirik; Gruber, Elisabeth (২০১৬)। Hovden, Eirik; Lutter, Christina; Pohl, Walter, সম্পাদকগণ। Urban Communities in Medieval South Arabia: A Comparative Reflection। Comparative Approaches। Brill। পৃষ্ঠা 148–162। ডিওআই:10.1163/j.ctt1w76w6c.11 
  5. "Al-Idrisi and Representations of the Medieval Muslim World | Encyclopedia.com"www.encyclopedia.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 
  6. Jerry Brotton, Daniel Crouch Rare Books and Adam Lowe। "RE-CREATING THE LOST SILVER MAP OF AL-IDRISI – Entertainment for he who longs to travel the world" (পিডিএফ)factumfoundation.org। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৯ 
  7. Pierre Herman Leonard Eggermont (১ জানুয়ারি ১৯৭৫)। Alexander's Campaigns in Sind and Baluchistan and the Siege of the Brahmin Town of Harmatelia। Peeters Publishers। পৃষ্ঠা 7–। আইএসবিএন 978-90-6186-037-2 
  8. Helaine Selin (১৬ এপ্রিল ২০০৮)। Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures। Springer। পৃষ্ঠা 128–। আইএসবিএন 978-1-4020-4559-2 

বহিঃসংযোগ

সম্পাদনা