আল্লার, যা ছটন বা চেতন নামেও পরিচিত, একটি অশ্রেণীবদ্ধ দ্রাবিড়িয় ভাষা।[২] ভারতের হাতে গোনা কিছু মানুষ এই ভাষায় কথা বলে। ভাষাবিদগণ আল্লার মূল দ্রাবিড়িয় ভাষা নাকি অন্য কোন দ্রাবিড়িয় ভাষার উপভাষা এই সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই।

আল্লার
দেশোদ্ভবভারত
অঞ্চলপালাক্কাড় জেলা, মালাপ্পুরাম জেলা্‌, কেরালা রাজ্য
মাতৃভাষী
৩৫০ (১৯৯৪ সালের আদমশুমারি অনুযায়ী)
দ্রাবিড়
  • (অশ্রেণীবদ্ধ)
    • আল্লার
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩all
গ্লোটোলগalla1247[১]

ভাষাভাষী জনগোষ্ঠী সম্পাদনা

ভারতের কেরালা, মালাপ্পুরাম জেলা্র পেরিনথালমান্না তাহসিল, মানজেরি তাহসিল, আমিনিকাড়ু ও তাযহেকোড়ে এবং পালাক্কাড় জেলার মান্নারক্কাড় ও অট্টাপ্পালাম তাহসিলে কিছু মানুষ এই ভাষায় কথা বলে। ১৯৯৪ সালের হিসেবে ৩৫০ জন মানুষ এই ভাষায় কথা বলতো। এই ভাষার উপর খুব কম গবেষণা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "আল্লার"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  2. V. Zvelebil (1997) "Language list for Dravidian," Archiv Orientalni 65:175-190