আলেকজান্ডার টেলর মিলনে

আলেকজান্ডার টেলর মিলনে (জানুয়ারি ১৯০৬ - ১৯৯৪) ছিলেন একজন ইংরেজ ইতিহাসবিদ এবং রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক ও গ্রন্থাগারিক। [১] তিনি ঐতিহাসিক উৎসের বেশ কয়েকটি গ্রন্থপঞ্জি সংকলনের পাশাপাশি জেরেমি বেন্থামের চিঠিপত্রের দুটি খণ্ডের সম্পাদনার জন্য দায়ী ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Alexander Taylor Milne, 1906–94", Robin A. Humphreys, Historical Research, Volume 67, Issue 164 (October 1994), pp. 227–229.