আলুয়াবাড়ী রোড জংশন রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন
আলুয়াবাড়ী রোড জংশন রেলওয়ে স্টেশন হল উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের কাটিহার রেলওয়ে বিভাগের হাওড়া-নিউ জলপাইগুড়ি লাইনের কাটিহার-শিলিগুড়ি শাখার একটি জংশন রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে জাতীয় সড়ক ৩১ এর পাশে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি আলুবাড়ি- শিলিগুড়ি শাখা লাইন এবং নিউ ফারাক্কা-নিউ জলপাইগুড়ি লাইনকে সংযুক্ত করে।[১] আলুয়াবাড়ী রোড জংশন রেলওয়ে স্টেশনে একদিনে মোট ৩৫ টি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন থামে।[২]
আলুয়াবাড়ী রোড জংশন রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | ইসলামপুর, উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°১৬′১১″ উত্তর ৮৮°১১′০৮″ পূর্ব / ২৬.২৬৯৬৮১° উত্তর ৮৮.১৮৫৬১° পূর্ব |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | হাওড়া–নিউ জলপাইগুড়ি লাইন, বারাউনি–গুয়াহাটি লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | AUB |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | কাটিহার রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
বৈদ্যুতীকরণ | আছে |
আগের নাম | ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি |
অবস্থান | |
ট্রেন
সম্পাদনাএই স্টেশন থেকে নিম্নলিখিত ট্রেনগুলি উপলব্ধ:
- শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চন কন্যা এক্সপ্রেস
- ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেস
- শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস
- বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
- কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
- শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
- শিয়ালদহ-নিউ আলিপুরদিয়ার তিস্তা তোর্শা এক্সপ্রেস
- শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ roy, Joydeep। "Aluabari Road Railway Station Map/Atlas NFR/Northeast Frontier Zone – Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- ↑ "Aluabari Road Railway Station (AUB) : Station Code, Time Table, Map, Enquiry"। NDTV। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।