আলীর বন্দর এ. এম. মাধ্যমিক বিদ্যালয়

আলীর বন্দর এ. এম. মাধ্যমিক বিদ্যালয় বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল বরগুনা জেলার তালতলী উপজেলার আলীর বন্দর গ্রামে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়।

আলীর বন্দর এ. এম. মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
আমতলী-তালতলী মহাসড়ক



তথ্য
নীতিবাক্যপড়, তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৭২
প্রতিষ্ঠাতাআজিজুল হক সিকদার[১]
বিদ্যালয় কোড১৫৭৯
অধ্যক্ষমোঃজামাল হোসাইন[২]
শিক্ষকমণ্ডলী১২ জন[২]
শ্রেণী৬-১০
বয়সসীমা১০-১৭
শিক্ষার্থী সংখ্যা৬০০ এর বেশি[১]
ভাষাবাংলা
ক্যাম্পাসতালতলী, বরগুনা
ক্যাম্পাসের ধরনগ্রাম
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
Communities servedস্কাউট দল
শিক্ষা বোর্ডবরিশাল শিক্ষা বোর্ড

ইতিহাস সম্পাদনা

বিদ্যালয়টি ১৯৭২ সালে আজিজুল হক সিকদারের উদ্যোগে ২০জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়।[১] এটি তখন 'নিম্ন মাধ্যমিক বিদ্যালয়' হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৭৫ সালে এটি স্বীকৃতিপ্রাপ্ত হয়। এরপরে ১৯৯৩ সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পাঠদান শুরু করে এবং ১৯৯৩ সালে এটি মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যেসব মহৎ ব্যক্তি জমি দান করেন তাদের তালিকাঃ ১.আজিজুল হক শিকদার

২.হাফিজুল হক শিকদার

৩.সাফুরা খাতুন।

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়টি ২ টি পৃথক ভবনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি ১২ কক্ষের ৪ তলা ভবন। অপরটি ৩ কক্ষের টিনশেড ভবন।[১]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত হয়।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

একেডেমিক শিক্ষার পাশাপাশি আলীর বন্দর এ. এম. মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। তাদের রয়েছে নিজস্ব স্কাউট দল, ফুটবল দল, ক্রিকেট দল, ব্যাডমিন্টন দল ও ভলিবল দল।[৩] বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে জেলা-উপজেলা পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। তাছাড়া, বিভিন্ন জাতীয় দিবস তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে।

ফলাফল সম্পাদনা

[৪]

শিক্ষকমন্ডলী সম্পাদনা

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃজামাল হোসাইন সহ বিদ্যালয়টিতে মোট ১২ জন শিক্ষক রয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিদ্যালয়ের ইতিহাস"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  2. "শিক্ষক বিবরণী"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  3. "এক নজরে বিদ্যালয়ের তথ্য"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  4. "বিদ্যালয়ের ফলাফল"