আলীয়া খালাফ সালেহ

আলীয়া খালাফ সালেহ (উম্ম কুসাই জন্ম ১৯৫৬ সালে সালাহ আল-দিনা, ইরাক) একজন পরহিতব্রতী। ২০১৮ সালে তিনি ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন।

আলীয়া খালাফ সালেহ
জন্ম১৯৫৬
সালাহ আল-দিনা,ইরাক
জাতীয়তাইরাকি
পেশাবিশেষকার্যের কর্মী,শিক্ষক
পুরস্কারমেডেল অব দ্য স্টেট,
ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড

জীবন সম্পাদনা

২০১৪ সালে ক্যাম্প স্পেইচার হত্যাকাণ্ডের পর, তিনি ইরাকি ক্যাডেটদের উদ্ধার করেন, এবং তাদেরকে নিরাপদে চোরাচালান করেন।[১][২] ২০১৫ সালে তাকে ইরাক মেডেল অব স্টেট পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Afp (২০১৮-০৩-২৪)। "Mother Courage: Iraqi woman stands out as a beacon of hope in post-IS scenario"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪ 
  2. Morello, Carol (২০১৮-০৩-২৩)। "Melania Trump presents Women of Courage awards at State Department"Washington Post (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0190-8286। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪