আলিয়ান্সা ফুটবল ক্লাব (কলম্বিয়া)

আলিয়ান্সা ফুটবল ক্লাব (স্পেনীয়: Alianza F.C.; সাধারণত আলিয়ান্সা এফসি এবং সংক্ষেপে আলিয়ান্সা নামে পরিচিত) হচ্ছে ভায়েদুপার ভিত্তিক একটি কলম্বীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে কলম্বিয়ার শীর্ষ স্তরের ফুটবল লিগ কাতেগোরিয়া প্রিমেরা আতে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০২৪ সালের ১৬ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ১১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আরমান্দো মায়েস্ত্রে পাভাইয়েউ স্টেডিয়ামে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কলম্বীয় সাবেক ফুটবল খেলোয়াড় সেসার তোরেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কার্লোস ফেরেইরা[৩] বর্তমানে কলম্বীয় রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো ফ্রাঙ্কো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]

আলিয়ান্সা
পূর্ণ নামআলিয়ান্সা ফুটবল ক্লাব
প্রতিষ্ঠিত১৬ জানুয়ারি ২০২৪; ৩ মাস আগে (2024-01-16)
মাঠআরমান্দো মায়েস্ত্রে পাভাইয়েউ স্টেডিয়াম
ধারণক্ষমতা১১,০০০[১]
সভাপতিকলম্বিয়া কার্লোস ফেরেইরা
ম্যানেজারকলম্বিয়া সেসার তোরেস
লিগকাতেগোরিয়া প্রিমেরা আ
বর্তমান মৌসুম

তথ্যসূত্র সম্পাদনা