আলাসে জেলা

আফগানিস্তানের জেলা

দি আলাসে জেলা (আলাহ সে) আফগানিস্তানের কপিসা প্রদেশের পূর্ব অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণ ও পূর্ব অঞ্চলে টাগাব জেলা (কপিসা প্রদেশ), উত্তরে নেজরাব জেলা এবং পূর্ব দিকে লাঘমান প্রদেশের সীমানা ঘিরে রেখেছে। ২০১৫ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৮,৬৪২ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে আলাসে, যেটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থান করছে।

আলাসে জেলা
District
দেশ আফগানিস্তান
অঞ্চল কপিসা প্রদেশ
রাজধানী আলাসে
জনসংখ্যা ৩৮,৬৪২ (২০১৫)
জেলাটির শাসক ইঞ্জিনিয়ার মোল্লা
আলাসে জেলা Alasay District
আলাসে জেলা
Alasay District
আলাসে জেলা
Alasay District

তথ্যসূত্র

সম্পাদনা