আলাপ:হাশিমোতো রোগ
এই পাতাটি হাশিমোতো রোগ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
![]() | এই নিবন্ধটি মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮-এর অংশ হিসাবে তৈরি/সম্প্রসারিত হয়েছে। |
@Dolon Prova: এই নিবন্ধটি তৈরির জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তথ্যছকটি বাংলায় লিখবেন ও নিবন্ধে হাশিমোটো শব্দটি সর্বত্র একই বানান ব্যবহার করবেন। {{কাজ চলছে}} টেমপ্লেটটি লাগানো নেই বলেই বললাম, আশা করি কিছু মনে করবেন না। তালিকা থেকে আরো নিবন্ধের আশায়। মনে আছে তো ২৪ নভেম্বর শেষ তারিখ এই অভিযানের। ভাল থাকবেন।
সুমিতা রায় দত্ত ০৭:৪৪, ১৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
হাশিমোতো রোগ নিয়ে একটি আলোচনা শুরু করুন
আলাপ পাতা হল উইকিপিডিয়া সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ করার একটি স্থান। আপনি এই আলাপ পাতাটি ব্যবহার করে, কীভাবে হাশিমোতো রোগ-এর উন্নতি করা যায় সে সম্পর্কে অন্যদের সাথে আলোচনা শুরু করতে পারেন।