আলাপ:হায়দ্রাবাদ

সাম্প্রতিক মন্তব্য: Mashfi23 কর্তৃক ২ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

জ্ঞাতার্থে সম্পাদনা

@খাঁ শুভেন্দু: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণসহ অত্র নিবন্ধ সম্প্রসারণে ধন্যবাদ জানাই। তবে, নিবন্ধের বেশ কিছু জায়গায় ইংরেজি শব্দ রয়ে গেছে। নিবন্ধ গ্রহণকল্পে এগুলোর প্রতিবর্ণকরণ প্রয়োজন! - Suvray (আলাপ) ০৪:১৩, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম সম্পাদনা

বাংলা ভাষায় শহরটির নাম "হায়দ্রাবাদ" না হয়ে "হায়দরাবাদ" হওয়া যুক্তিযুক্ত। শহরটির নামের উৎস থেকে দেখা যায় যে শহরটির নাম এসেছে হায়দার মহলের নাম থেকে। হায়দারের বাসস্থান হওয়ায় নামটি হয়েছে হায়দার+আবাদ অর্থাৎ হায়দরাবাদ। নামটি যদি "হায়দার" না হয়ে "হায়দ্র" হত, তবে হায়দ্রাবাদ বানানটি সঠিক হত। তেলেগু ভাষায় শহরটির নাম "హైదరాబాద్" অর্থাৎ "হৈদরাবাদ্‌", যেখানে দ ও র একত্রে যুক্তবর্ণ হিসেবে নেই। ইংরেজি বানানেও (Hyderabad) d ও r-এর মাঝে e দিয়ে এটি দেখানো হয়েছে। Mashfi23 (আলাপ) ২১:১৮, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"হায়দ্রাবাদ" পাতায় ফেরত যান।