আলাপ:হাংরি প্রজন্ম

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৫ বছর পূর্বে "Original research" অনুচ্ছেদে

Original research

সম্পাদনা

নিবন্ধটিতে বিভিন্ন বিষয়ে "অভিমত" প্রকাশ পেয়েছে, সেই অভিমতের রেফারেন্স দরকার। নিবন্ধের শেষে বিস্তর সূত্র উল্লেখ করা আছে বৈকি, কিন্তু নিবন্ধের ভেতরে ইন্টারনাল রেফারেন্স না দিলে বোঝা সম্ভব নয়, কোন কথাটি কোথা থেকে এসেছে।

হাংরি আন্দোলনকে কি বাংলাতেও "হাংরি" বলা হয়, নাকি আর কোনো নামে এটি বাংলাতে পরিচিত?

আর নিবন্ধটির মূল রচয়িতা ত্রিদিব মিত্র এখানে ও ইংরেজি উইকিতে এই সংক্রান্ত নিবন্ধ গুলো লিখছেন, যাতে তাঁর নিজেরও স্বার্থ জড়িত আছে, কাজেই এটা অনেকটা conflict of interest এর মধ্যে পড়ে। তিনি যদি এই বিষয়ে নিরপেক্ষ ভাবে কিছু লিখেন সমস্যা নেই, কিন্তু নিবন্ধটির বর্তমান অবস্থায় এটি ব্যক্তি অভিমত বলে প্রতীয়মান হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০১:১৯, ১৫ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"হাংরি প্রজন্ম" পাতায় ফেরত যান।