আলাপ:হরিয়ানা

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ৪ বছর পূর্বে "হরিয়ানা / হরিয়াণা" অনুচ্ছেদে

মানচিত্র সমস্যা সম্পাদনা

বর্তমান নিবন্ধে হরিয়ানার মানচিত্রটি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে না। মানচিত্রে চণ্ডীগড় দেখা যাচ্ছে। কিন্তু চণ্ডীগড় হরিয়ানার রাজধানী হলেও হরিয়ানা ভূখণ্ডের বাইরে অবস্থিত এবং পার্শ্ববর্তী পাঞ্জাবেরও রাজধানী। তদুপরি চণ্ডীগড় একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল যা কার্যত আধা-রাজ্য। সুতরাং মানচিত্রে চণ্ডীগড়ের উপস্থিতি যথেষ্ট নয়। ইংরেজি উইকিপিডিয়ায় যে মানচিত্রটি দেওয়া আছে, সেটি রাখাই যুক্তিযুক্ত। বর্তমান নিবন্ধে ব্যবহৃত তথ্যছকটিতে মানচিত্র স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা আছে। টেকনিক্যাল দক্ষতাসম্পন্ন কেউ এখানে ইংরেজি উইকিপিডিয়ার মানচিত্রটি যুক্ত করে দিলে ভাল হবে। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ০৯:১১, ২৯ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

হরিয়ানা / হরিয়াণা সম্পাদনা

@Jonoikobangali: কোন বানানটি বাংলা আকাদেমি সমর্থিত বা পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে প্রচলিত? দেখে একটু জানাবেন? --অর্ণব (আলাপ | অবদান) ০৬:১৫, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আকাদেমির বানান অভিধানে প্রত্যেকটি নাম ধরে ধরে দেওয়া হয়নি; শুধু অ-তৎসম শব্দে 'ণ' বর্জনের কথা বলা হয়েছে ("সংস্কৃত ণত্ব-বিধান কেবল তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য।" পৃ. ৫৫৮)। এই অভিধানে তাই "হরিয়াণা/হরিয়ানা" অন্তর্ভুক্তি না থাকলেও বানান বিষয়ে আকাদেমির সিদ্ধান্ত অনুসারে "হরিয়ানা" শব্দটিকেই স্বীকৃতি দিতে হয়। পাঠ্যপুস্তকগুলিতেও "হরিয়ানা" বানান আছে। এছাড়া আনন্দবাজার সহ বেশ কয়েকটি সংবাদপত্রে এই বানান পাচ্ছি। আমার মনে হয়, এই অবস্থায় "হরিয়ানা" বানানটিই গ্রহণ করা উচিত। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:৩৫, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Jonoikobangali: তাহলে "হরিয়ানা"-তে স্থানান্তর করে দিলাম। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৭, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ১৭:৩৬, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen: হিন্দি ভাষা বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সিদ্ধান্ত উদ্ধৃতি ও সূত্রনির্দেশ সহ উইকিপিডিয়া:বিভিন্ন হিন্দি নাম ও তাদের প্রতিবর্ণীকৃত বাংলা বানান পৃষ্ঠায় দিলাম। এই নির্দেশিকা মেনে এই পাতার অনেক বানানই সংশোধন করতে হবে। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:৪৮, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"হরিয়ানা" পাতায় ফেরত যান।