আলাপ:স্বপ্নের ঘর

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৪ বছর পূর্বে "ভৌতিক / ভীতিপ্রদ (?)" অনুচ্ছেদে

ভৌতিক / ভীতিপ্রদ (?) সম্পাদনা

জনাব ওয়াকিম ভীতিপ্রদ শব্দের পরিবর্তে সরলভাবে 'ভৌতিক' শব্দটি ব্যবহার করলে, আমার মনে হয় ভাল হবে।

নবাব (আলাপ) ১৮:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@নবাব: এই বিষয়টি নিয়ে পূর্বে একবার আলোচনা হয়েছিল। যেখানে Horror এর বাংলা ভৌতিক নাকি ভীতিপ্রদ হবে তা নিয়ে আলোচনা হয়। Horror হল ভয় বা বিভীষিকাময় কোন কিছু আর ভৌতিক হল ভূত সংক্রান্ত। সকল Horror জঁরার চলচ্চিত্রে ভূতের অস্তিত্ব নাও থাকতে পারে। যেমন - "স্বপ্নের ঘর" ছবিটিতেই কোন ভূত ছিল না, এটি ছিল শয়তানের পূজা সংক্রান্ত, ফলে এটিকে ভৌতিক না বলে ভীতিপ্রদ বলাই শ্রেয়। অন্যদিকে, কিছু ছবি আছে জ্বিন সংক্রান্ত, যেমন - তুর্কি 'ডাব্বে' চলচ্চিত্র ধারাবাহিক; অথবা কেবলই রহস্য ও ভয়ের, যেমন - 'Triangle', বা 'Mist' সেগুলোও Horror জঁরা অধীনে পড়ে, কিন্তু ভৌতিক নয়। ফলে এই সব ধরনের তথা ভূত, জ্বিন বা অন্যান্য রহস্যময় বা ভয়ের ছবিগুলোকে একত্রে বুঝাতে 'ভীতিপ্রদ' শব্দটিই অধিক প্রাসঙ্গিক।--ওয়াকিম (আলাপ) ১৯:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"স্বপ্নের ঘর" পাতায় ফেরত যান।