আলাপ:সেবা প্রকাশনী

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৭ বছর পূর্বে "সেবা প্রকাশনীর কি ওয়েবসাইট নাই" অনুচ্ছেদে

সেবা প্রকাশনীর কি ওয়েবসাইট নাই সম্পাদনা

ব্যাপারটা আশ্চর্য নয় কি! এত জনপ্রিয় একটা প্রকাশনীর আজ পর্যন্ত এর কোন ওয়েভ সাইট নাই। নাকি আমি খোজে পাচ্ছি না। কি সেই ওয়েভ সাইটের এড্রেস? এ ব্যাপারে সেবার কর্ণধার জনাব কাজি আনোয়ার হোসেন সাহেবকে প্রশ্ন করা যেতে পারে। অনতি বিলম্বে সেবা প্রকাশনীর একটি ওয়েভ এড্রেস চাই। পাঠক হিসাবে এটা আমার দাবী। 123.49.43.236 ০৮:৫৮, ২৮ জুন ২০০৯ (ইউটিসি) এ. সাঈদ চৌধুরী ইমেলঃ alen2610@yahoo.com সময় ও তারিখঃ ৩:৫৮ মিঃ ২৮ জুন ২০০৯ ইংউত্তর দিন

আমিও অনেকটা অবাক।এত পুরনো আর জনপ্রিয় প্রকাশনী কিন্তু কোনো ওয়েবসাইট ই নেই। সম্ভবত কোনো উদ্দেশ‍্য আছে,আজকাল তো সব খ‍্যাত-অখ‍্যাত প্রকাশনীর সাইট আছে। It's SCIREX (আলাপ) ০৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
শ্রদ্ধেয় লেখক কাজী আনোয়ার হোসেন, যিনি আমাদের পড়তে ও প্রশ্ন করতে শিখিয়েছেন, তিনি অসুস্থ। তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এখন নতুন কিছু করা তার জন্য কঠিন। বাংলাভাষায় তিনিই প্রথম লেখক যিনি লিখে জীবিকা নির্বাহ করেছেন। আর ওয়েবসাইট ছাড়াও পৃথিবী চলে। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"সেবা প্রকাশনী" পাতায় ফেরত যান।