আলাপ:সি (প্রোগ্রামিং ভাষা)

সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ মারুফ কর্তৃক ১ বছর পূর্বে "দলগত সম্পাদনা" অনুচ্ছেদে

দলগত সম্পাদনা সম্পাদনা

@Mrb Rafi এবং @আমি আপাতত সি (প্রোগ্রামিং ভাষা) নিবন্ধটি সম্মিলিতভাবে সম্পাদনা করার সময় সম্পাদনা দন্দ এড়ানোর উদ্দেশ্যে খোলা আলাপ পাতা। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের তালিকা:

  1. ইতিহাস
  2. ব্যবহার
  3. সীমাবদ্ধতা
  4. সম্পর্কিত প্রোগ্রামিং ভাষা

মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:৩২, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

  মন্তব্য - অন্যান্য ভাষায় সি এর ব্যবহার বিষয়ে আগে কোথাও কোনো তথ্যসূত্র ছিলনা (এটি ইংরেজি থেকে অনূদিত, ইংরেজি উইকিতেও কোনো সূত্র ছিলনা), আমি নতুন করে কিছু সূত্র যুক্ত করেছি। এর ভেতর ফ্রিকোডক্যাম্প কতোটা নির্ভরযোগ্য সূত্র, সেটা নিয়ে মতভেদ হতে পারে। আমার মতে ফ্রিকোডক্যাম্প নিরভরযোগ্য। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৫:২১, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"সি (প্রোগ্রামিং ভাষা)" পাতায় ফেরত যান।