আলাপ:সিলডেনাফিল

সাম্প্রতিক মন্তব্য: EditBangla কর্তৃক ৫ বছর পূর্বে "তথ্যসূত্র যোগ করা সম্ভব হয় নি" অনুচ্ছেদে

ভায়াগ্রা সম্পাদনা

সিলডেনাফিল হল ওষুধটির Generic Name এবং ভায়াগ্রা হল তার Brand Name (কোম্পানী দ্বারা প্রদত্ত নাম)। তাই এক্ষেত্রে ভায়াগ্রা থেকে সিলডেনাফিল নামে নিবন্ধটিকে স্থানান্তর করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:২০, ১৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র যোগ করা সম্ভব হয় নি সম্পাদনা

তথ্যসূত্রে সিলডেনাফিল-এর বাণিজ্যিক নাম ভায়াগ্রা (ইংরেজীতে) থাকায় পাতাটি সংরক্ষণ করা সম্ভব হচ্ছিল না। পরে তথ্যসূত্র বাদ দিয়েই তা সংরক্ষণ করা হয়েছে। ভায়াগ্রা (ইংরেজীতে) নামটির প্রতি উইকি ছাঁকুনীর বৈরীতা রায়েছে। --EditBangla (আলাপ) ০২:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"সিলডেনাফিল" পাতায় ফেরত যান।