আলাপ:সিমাস হীনি

সাম্প্রতিক মন্তব্য: EditBangla কর্তৃক ৫ বছর পূর্বে "শেমাস হীনির কবিতা" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প সাহিত্য
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

শেমাস হীনির কবিতা সম্পাদনা

সুপ্রিয় @EditBangla: বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরন্তর অবদান এবং ভাষাগত প্রাঞ্জলতা বৃদ্ধির কার্যক্রমকে সাধুবাদ জানাই। আপনি শেমাস্‌ হীনির নিবন্ধে শেমাস্ এর একটি কবিতা বঙ্গানুবাদ করেছেন বা অন্য কোথাও থেকে তুলে ধরেছেন। বিষয়টি যদিও প্রশংসনীয় কিন্তু উইকিপিডিয়ার নীতি অনুসারে (দেখুন উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়) কোনো গানের লিরিক্স বা সম্পুর্ণ কবিতা কোনো সংগীত শিল্পী বা কবির ব্যক্তি-নিবন্ধে দেওয়া হয় না। এক্ষেত্রে গান বা কবিতার নাম উল্লেখ করা হয়, এবং গান বা কবিতার সংখ্যা বেশি হলে এলবাম বা কাব্যগ্রন্থের নাম উল্লেখ করা হয়। তবে কোনো গান বা কবিতা যদি বিতর্কিত বা এমন কোনো বিষয় সেই সৃষ্টিতে থাকে, যার মাধ্যমে তা বিশ্বকোষীয় নিবন্ধে আলাদ করে উল্লেখ করার মত, তবে সেই সৃষ্টি নিয়ে আলাদা করে নিবন্ধ করা হয়। আরো জানতে পড়ুন উইকিপিডিয়া:প্রাথমিক উৎসের অনুলিপি করবেন না--Fahim fanatic (আলাপ) ১৮:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

যতটুকু প্রয়োজন মনে হয় ছেঁটে দিনা না। কাটাকুটি সহজ কাজ। চাইলে আরও কয়েক ডজন নিবন্ধের নাম দিতে পারি যাতে পুরো কবিতাই আছে। দেব? -- EditBangla (আলাপ) ০৭:১০, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"সিমাস হীনি" পাতায় ফেরত যান।