আলাপ:সিদ্দিকা কবীর

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "নোট" অনুচ্ছেদে

নোট সম্পাদনা

নানা পত্র পত্রিকা বাংলা উইকি থেকে সিদ্দিকা কবীরের জীবনী হুবুহু তুলে দিচ্ছে। এতে সমস্যা নেই, তবে এই ব্যাপারটা এখানে বলে রাখছি, যাতে ভবিষ্যতে কারো মনে না হয় যে, উইকির লেখাটি অন্যত্র হতে সংকলিত। ৫ বছর আগে এই জীবনীটি লিখেছিলাম। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২০, ৩১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এখানে তাঁর জন্ম ১৯৩৫ সাল লেখা। যেটি এখন অনেক পত্র-পত্রিকা শেয়ার করছে। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, বিডি নিউজের আজকের প্রতিবেদন অনুযায়ী, তাঁর জন্ম ১৯৩১ সালে। -- পাভেল, ০৯:৩৭, ৩১ জানুয়ারি ২০১২

সাপ্তাহিক ২০০০ এর ২০০৬ ঈদ সংখ্যাতে জন্মতারিখ কী লেখা ছিলো? আমি এই নিবন্ধটি আসলে ঐ সংখ্যায় প্রকাশিত আত্মজীবনী দেখে লিখেছিলাম। কারো কাছে থাকলে একটু দেখে নিন। --রাগিব (আলাপ | অবদান) ১৬:২৬, ৩১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুনটা প্রতিষ্ঠিত করতে যে তথ্যসূত্র টানা হলো, তা যথেষ্ট এবং নিরপেক্ষ বলে প্রতিষ্ঠিত নয়। প্রতিষ্ঠিত কোনো তথ্যসূত্র, হাসিব ভাইকে টানার জন্য অনুরোধ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫১, ৩১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

দুই ধরনের জন্মসাল সম্পাদনা

দুই ধরনের জন্ম সাল দেয়া আছে, প্রথম লাইন আর ডান দিকের বক্স এ ১৯৩১ আবার ব্যক্তিগত জীবন এ ১৯৩৫।

"সিদ্দিকা কবীর" পাতায় ফেরত যান।