আলাপ:সামাজিক চুক্তি তত্ত্ব

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৭ বছর পূর্বে

যদিও উইকি এর ইংরেজী ভাষায় যে নিবন্ধটি আছে, সেখানে লকের ছবি ব্যবহার করা হয়েছে। তবুও আমি বাংলা অংশে না করার জন্য আনুরোধ করছি। কারন সামাজিক তত্ত্ব নিবিন্ধতে তাহলে রুসো এবং হবস এদের ছবিও রাখা উচিত, কারন এদেরও যথেষ্ঠ অবদান আছে এতে। আসলে এ ধরনের যৌথ কিংবা ধারাবাহিক তত্ত্বে ব্যক্তিবিশেষের ছবি না রাখাই ভালো।

আমি জানি না এতে রাজনীতির মত ডান/বাম পন্থি এমন কোন ব্যপার আছে কিনা। রুসো এবং হবসের ছবি রাখাটা কোন সমস্যাই না। তাদের ছবি পাওয়া গেলে আমাকে বলতে পারেন আমি তা যথাস্থানে যোগ করে দেব। তবে এটা তো ঠিক যাদের অবদান আছে সবার ছবিতো আর এক নিবন্ধে যোগ করা যাবে না। তাই বলে কি কারও ছবিই ব্যবহার করা উচিত নয়?--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩১, ২ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
"সামাজিক চুক্তি তত্ত্ব" পাতায় ফেরত যান।