আলাপ:সমুসা

সাম্প্রতিক মন্তব্য: Nahian কর্তৃক ১ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

শব্দটি 'সমুচা' হবে, 'সমুসা' নয়। SagorSiloti (আলাপ) ১৬:৩৯, ১২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@SagorSiloti:   ঠিক করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ২৩:০৬, ১২ আগস্ট ২০২১
@Al Riaz Uddin Ripon এবং SagorSiloti: সঠিক বানান "সমুসা", প্রচলিত বানান "সমুচা" ভুল। নাহিয়ান আলাপ ১১:০২, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Nahian: “সমুচা” শব্দটি ভুল(!), এটাই বরং ভুল। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে শুধু “সমুসা” শব্দটি আছে ঠিকই, আবার ব্যবহারিক বাংলা অভিধানে “সমুচা”-কে “সমুসা”-র উপভুক্তি হিসেবে যোগ করেছে। বাংলা আকাদেমির বানান অভিধানে আবার শুধু “সমুচা”-কে অন্তর্ভুক্ত করেছে। সেখানে আবার “সমুসা” নেই। অভিধানের কথা বাদ দিলাম, এদেশের প্রচলিত বানান অনুসারেও তো “সমুচা” বেশি চলিত। এখানে আপনি কাকে “ভুল" বলবেন, একাডেমিকে না আকাদেমিকে? আমার মতে, অধিক চলিত ও দুই বাংলায় সমানভাবে প্রযোজ্য বানান অনুযায়ী “সমুচা” নিবন্ধের নাম হিসেবে অধিক যুক্তিযুক্ত ছিল। এখানে আলোচনা যেহেতু করা হচ্ছিলই, আলোচনার মাঝখানে পাতা স্থানান্তর করে দেওয়ার দরকার ছিল না, অন্যদের মন্তব্য বিশেষ করে পূর্বে অনুরোধকারী ও স্থানান্তরকারী উভয়কে মন্তব্য করার জন্য সময় দেওয়া দরকার ছিল। — আদিভাইআলাপ১৩:১৭, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: আমি এই নিবন্ধে এসেছিলাম নাম পরিবর্তন করতে, আলোচনা পাতায় বিষয়টি জানাতে এসে দেখি আগে থেকেই একটি আলোচনা ছিল এখানে। তাছাড়া নিবন্ধের নামটি পূর্বে "সমুসা" ছিল। আমি বিভিন্ন স্থানে বিভিন্ন আলোচনায় দেখেছি "সমুচা" নয়, "সমুসা" সঠিক বানান, আমি সে হিসেবে পাতার নাম স্থানান্তর করেছি। নাহিয়ান আলাপ ১৩:২৩, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শুধু "সমুচা"-কে "সমুসা" নয়, সিঙ্গারার প্রমিত বানান হবে "শিঙারা", কিন্তু বাংলাদেশে প্রচলিত "স" দিয়ে বানানটি। প্রচলিত সবকিছুই যথার্থ হবে, এমনতো নয়। নাহিয়ান আলাপ ১৩:২৭, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Nahian: নিবন্ধের শিরোনামের ক্ষেত্রে অধিক প্রচলিত নামও নির্ধারণ করা হয়৷ এছাড়াও, অনেকসময় বাংলাদেশে এক বানান এবং পশ্চিমবঙ্গে অন্য বানান ব্যবহার হয়। সেক্ষেত্রে আলোচনা অনুসারে অধিক গ্রহণযোগ্য ও প্রচলিত বানানটিকে গ্রহণ করা উচিত। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৩৩, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Nahian: বানান নিয়ে বাংলা একাডেমি অনেক জলঘোলা করেছে। সেই বানানকে ভিত্তি করে অনেকে অনেক বানানকেই “ভুল” বলে ঘোষণা করে, অথচ বাংলা একাডেমি বানান “প্রমিতীকরণ” করেছে মাত্র, কোনো বানানকে “ভুল” বলেনি। বাংলা উইকিপিডিয়া কোনো অভিধান মেনে চলে না, প্রচলিত বানানকে প্রাধান্য দেয়। বাংলা উইকিপিডিয়া শুধু বাংলাদেশের নয়, দুই বাংলারই। দুই বাংলার অভিধানে, প্রচলনে প্রচুর কন্ট্রাডিকশন রয়েছে, স্থানান্তরের পূর্বে একটু দেখে নেওয়া প্রয়োজন বলে মনে করি। — আদিভাইআলাপ১৩:৪০, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা। নাহিয়ান আলাপ ১৩:৪১, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"সমুসা" পাতায় ফেরত যান।