আলাপ:সন্দীপন চট্টোপাধ্যায়

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "আপাততঃ বিলুপ্তি" অনুচ্ছেদে

মুছে ফেলার বিরোধিতা সম্পাদনা

সন্দীপন চট্টোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। (http://articles.timesofindia.indiatimes.com/2005-12-12/india/27841984_1_kolkata-residence-hiroshima-books) তাই এই নিবন্ধটি মুছে ফেলার কোনো কারণ থাকতে পারেনা। এটিকে সম্প্রসারিত করার জন্য উপযুক্ত ট্যাগ লাগানো যেতে পারে। BarunDutta (আলাপ) ০৪:১৮, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপনার আপত্তিকে সম্মান জানাচ্ছি বরুণ দা। কথা হচ্ছে, আমরা কিছু পরিষ্করণের উদ্যোগ নিয়েছি, এক-দু লাইনের নিবন্ধ দেখামাত্র মুছে ফেলার উদ্যোগ নিয়েছি আমরা। সেজন্যই খালি ট্যাগ না লাগিয়ে সরাসরি অপসারণ ট্যাগ সেঁটেছিলাম। কিন্তু যে ট্যাগই লাগাই না কেন, মূল কথা হলো, যথাযোগ্য মর্যাদার সাথে সম্প্রসারিত না হলে নিবন্ধটির যথাযোগ্য মর্যাদা পাওয়াও ব্যাহত হবে। তাই নিবন্ধটি টিকিয়ে রাখতে মূল কাজটা হলো এতে কিছু তথ্যসূত্রসহ তথ্য যোগ করে অন্তত "অসম্পূর্ণ" স্তরে উন্নীত করা। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপাততঃ বিলুপ্তি সম্পাদনা

আমাদের ভাষা-সাহিত্য-শিল্পকলা-চিত্রকলা-সঙ্গীত-খেলাধূলা প্রভৃতি জ্ঞানের বিভিন্ন শাখাই যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ। এবং এর পিছনে যুগ-যুগ ধরে বিভিন্ন মনীষীদের অবদান যথেষ্ট পরিমাণে। বাংলা উইকিতে এ মুহুর্তে ২২,৩৭৩টি ভুক্তির ওপর কাজ চলছে। কিন্তু, সিংহভাগ নিবন্ধই তথ্যসমৃদ্ধ নয়; যা উইকি'র দূর্বলতা প্রকাশ পায়। অথচ এটি বিশ্বকোষ! একজন পাঠক যদি পর্যাপ্ত তথ্য না পায় তবে উইকি প্রশ্নবিদ্ধ হয়!! আমাদের প্রত্যেকেরই উচিত সৃষ্ট নিবন্ধকে যথাসম্ভব স্বয়ংসম্পূর্ণতা প্রদানে অগ্রসর হওয়া। নিবন্ধটির দৈন্যদশা যদি আমার চোখে ধরা পড়তো, তবে আমিও একই প্রস্তাবনা প্রদান করতাম - যেমনটি করেছি ফেরদৌস ওয়াহিদ নিবন্ধে, যিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব। তাতেও যথেষ্ট পরিমাণ শব্দ নেই, যা উইকি'র মান ও প্রসারণকে প্রশ্নবিদ্ধ করে বৈ-কি!

বরুণ, ভুল বুঝবেন না যেন! আপনার আপত্তি থাকতেই পারে! সেজন্যে -

  • 'কাজ চলছে' ট্যাগ সেঁটে দিয়ে সম্প্রসারণ করুণ (দু'দিনের মধ্যে)।

অথবা,

  • মুছে ফেলা সংক্রান্ত মঈনুল ইসলাম এবং আমার যুক্তিসঙ্গত সিদ্ধান্তকে স্বাগতঃ জানান।

আসলে, এ ধরণের ৫-১০ বাক্যের সমন্বয়ে গঠিত নিবন্ধগুলো ভারসাম্য রক্ষা করে মাসে মাসেই বিলুপ্ত করা প্রয়োজন। প্রশাসকমণ্ডলী, এ বিষয়ে নজর দেবেন কী? ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি ২-৩ দিন রাখার অনুরোধ করছি। যদিও আমার বিষয় সাহিত্য নয়। তবু চেষ্টা করব, কিছু তথ্য জোগাড় করে নিবন্ধটি রক্ষা করতে। BarunDutta (আলাপ) ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
বরুণদা, আপনার আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আমিই আমার কর্তব্য হিসেবে নিবন্ধটিকে একটু গোছগাছ করলাম। নিবন্ধটা সুন্দর হোক -শুভ কামনা রইলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
"সন্দীপন চট্টোপাধ্যায়" পাতায় ফেরত যান।